Thursday, 6 November 2014

শুটিং-এর ফাঁকে আকর্ষণীয় নায়লা নাঈম, আবারও ঝড় তুললেন ফেসবুকে!


হ্যাঁ, ফেসবুকে নিজের ছবি দিয়ে ঝড় তোলাটাই যেন নায়লা নাঈমের কাজতবে এবার একটি ছবি নয়, পুরো একটি অ্যালবাম আপলোড করেছেন তিনিছবিগুলো শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানে শুটিং-এর ফাঁকে তোলা, এবং ফেসবুকে সেগুলো শেয়ার করেছেন নায়লা নিজেইপ্রকাশ পাবার ২ ঘণ্টারও কম সময়ে ছবিগুলো পেয়েছে ১৪,৬০০-এরও বেশী লাইক, প্রায় ২০০ কমেন্ট ও প্রায় ৬০টি শেয়ারকিন্তু কী এমন আছে ছবিগুলোতে? দেখে নিন আপনি নিজেই!
ছবি আপলোড করে নায়লা লিখেছেন-
"টানা সাড়ে ২৩ ঘন্টা শেষে টিভিসি-র শুটিং ছিল শ্রীমঙ্গলের গ্র্যাণ্ড সুলতানেসবচেয়ে শ্রুতিমধুর শব্দ ছিল প্যাক-আপ!
অসাধারণ নির্দেশনার জন্য ধন্যবাদ ডিরেক্টর Rommo Khan এবং তার টীমের সকল সদস্যকেসার্বক্ষণিক মনিটরিং এর জন্য Abir Chowdhury কে ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ Positive Hub 360 কেসবসময় ইতিবাচক অনুপ্রেরণা দেয়ার জন্য Fuad ভাইকে জানাই আন্তরিক কৃতঞ্জতাআমার কো-আর্টিস্ট Junaat Jojo, Sahed Farhan, Rusho Sheakh এবং Shibly Nouman কে ধন্যবাদ তাদের সহযোগীতার জন্য এর পাশাপাশি গ্র্যাণ্ড সুলতানের মনরোম পরিবেশে শুটিং করা ছিল আমার জন্য সত্যিই আনন্দদায়ক অভিঞ্জতাআমি অভিভূত হয়েছিলাম, আমার ফ্যান ও ফলোয়ারদের প্রতি, শ্রীমঙ্গলে আসার কারণে আমাকে ধন্যবাদ জানানোর জন্যআমার ফেসবুক পেজ এবং প্রোফাইল মিলে ২০০০ মেসেজ পেয়েছিলাম যেটা থেকে বোঝা যায় যে, তারা আমাকে কত আন্তরিকভাবে ভালবাসেন
অবশেষে, শুটিং এর অসাধারন কিছু মুহূর্ত ছাড়াও বেশ সুন্দর ও আনন্দময় কিছু স্মৃতি রেখে ফিরে আসি ঢাকা শহরের যান্ত্রিক কোলাহল জীবনে! ঢাকা শহরের কোলাহল জীবন ফেলে মাঝে মাঝে আমার নিজের মত একান্ত কিছু সময় কাটাতে আবার ফিরে যেতে চাই গ্র্যাণ্ড সুলতান রিসোর্টে।"

 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: