একেবারে বাবার রাজকন্যাই বলা যায় তাকে। বলিউড বাদশা শাহরুখ খান যে তার মেয়েকে কতটা ভালবাসেন তা সকলেই জানে। আর তাই বাবার এই আদুরে মেয়ে কিন্তু বেশ ভালভাবেই তা উপভোগ করছেন। বাবার মতই সুহানাও কিন্তু তার বন্ধুদের মাঝে বেশ জনপ্রিয় এবং বাবার মত তারও বন্ধুদের সংখ্যা গুনে শেষ করা যাবে না।
আর দশটা সাধারণ মেয়েদের মতো সুহানা খান বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে, সময় কাটাতে পছন্দ করেন। শুধু তাই নয়। শাহরুখ বেশ কয়েকটি সাক্ষাৎকারে এও বলেন যে, তিনি তার দিনের শুরু করেন মেয়ে স্কুলে যাওয়ার পর। সুহানা বাসায় থাকা অবস্থাতে শাহরুখ কখনই বাড়ির বাইরে পা দেন না। তবে শোনা যাচ্ছে সুহানা খুব শীঘ্রই তার বাবাকে ছেড়ে পড়াশোনা জন্য লন্ডনে যাবেন। এদিকে বাবার ৪৯ তম জন্মদিনে সুহানা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অতিথি আপ্যায়নেও যোগ দেন। মেয়ের এমন গুন বাবা শাহরুখকে বেশ পুলকিত করেছে বটে।
সুহানা বর্তমানে তারকাদের থেকে কোন অংশে কম নন। বাবার মতই মিডিয়ার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি বেশ কয়েকবার বন্ধুদের সাথে পার্টি এবং ঘুরে বেড়ানোর সময় ক্যামেরাবন্দী হন এই তারকা। তবে চলুন দেখে নেই সুহানার সেই সব অদেখা ছবিসমুহ।




0 comments: