Saturday, 29 November 2014

কারিশমা-কারিনা-রণবীর, দেখুন তিন ভাইবোনের ছোট্টবেলার একটি বিরল ছবি


সম্পর্কে তাঁরা চাচাতো ভাইবোন, তবে কাপুর পরিবার বলে কথাএই পরিবারে সবকিছুই একটু ভিন্ন রকম, এমনকি ভালোবাসাটাও! আর তাই তো ছোট ভাই রণবীরকে এত বেশি ভালোবাসেন দুই বোন কারিনা ও কারিশমা
অনেক আগেই বাবা-মায়ের ডিভোর্সের কারণে কাপুর ম্যানশন হতে বিচ্ছিন কারিনা-কারিশমাতবে আত্মীয়তার সম্পর্ক থেকে নয়আর সেটা কারিনার বিয়ের ছবি দেখে যে কেউ বুঝতে পারবেন
জনের মাঝে কারিশমা বয়সে সবচাইতে বড়, তারপর কারিনা ও সবার ছোট রণবীর আচ্ছা, কেমন ছিলেন এই ৩ তারকা একদম ছোট্টবেলায়? এই ধরুন যখন একেবারে মা-বাবার কোলে চড়তেন? দেখতে চাইলে দেখে নিতে পারেন এই ছবিটি
এই ছবিটি বিরল এই কারণে যে এটা কারিশমাম, কারিনা, রণবীরের সাথে আছে দাদা রাজ কাপুর৪ জনকে এভাবে একই সাথে একই ফ্রেমে খুব বেশি ছবিতে পাওয়া যায় বুঝতেই পারছেন যে গোলাপি ফ্রকে মিষ্টি পরীটি হচ্ছে কারিশমা কাপুরআর রাজ কাপুরের কোলে বামদিকের ছোট্ট মেয়েটি হচ্ছে কারিনাএবং হ্যাঁ, ডানদিকের দুষ্টু দুষ্টু চেহারার ছেলেটা হচ্ছে আজকের সুপারস্টার রণবীর কাপুর
আরেকটা মজার জিনিস লক্ষ্য করুন, ৩ ভাইবোনের চেহারার সাথে দাদার বেশ মিল আছেনয় কি?


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: