Saturday, 29 November 2014

রুমি-অনন্যা দাম্পত্য কলহের সমাপ্তি ঘটতে চলল


গানের থেকে যেন ব্যক্তিগত জীবনের টানাপোড়ন নিয়েই বেশী আলোচিত হয়েছেন এই তারকা কথা হচ্ছে সঙ্গীত তারকা রুমিকে নিয়েশোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার অবসান ঘটতে পারে রুমি-অনন্যা দাম্পত্য কলহেরএমনকি আজও অবসান ঘটতে পারে এ কলহের
আজ শুনানি ছিল এ মামলারসকালেই মাকে নিয়ে আদালতে উপস্থিত হন অনন্যাঅপরদিকে, দীর্ঘদিন পর রুমির মাকেও আজ দেখা গেল আদালতে
শুনানিতে আপসের সিদ্ধান্ত জানান রুমির আইনজীবীদুই পক্ষের আইনজীবীর শুনানির পর আগামী রবিবার পর্যন্ত সময় দেন আদালতইচ্ছা করলে আজও এ মামলার সমঝোতা করতে পারেন বলে জানানো হয় তাদেরকেএ সিদ্ধান্তে কিছুটা নড়েচড়ে ওঠে রুমির আইনজীবীবিকালের মধ্যে শর্তনামার লেনদেন সম্পন্ন করে অবসান ঘটানোর কথা জানান তারাকোনো কারণে আজ না পারলে রবিবারের মধ্যে শর্তনামার দাবিকৃত লেনদেন সম্পন্ন করে আদালতে জানালেন তারা
সম্প্রতি দুই পক্ষের উকিলের উপস্থিতিতে সম্পন্ন হয় আরও একটি সমঝোতা বৈঠকএর আগেও বেশ কয়েকবার সমঝোতার প্রস্তাব রেখেছিলেন রুমি
জানা গেছে, সন্তান আরিয়ানের ভরণপোষণের জন্য ২০ লাখ টাকার ব্যাংক ডিপোজিট করার প্রস্তাবে রাজি হয়েছেন রুমিকাবিননামার ১ লক্ষ টাকাও দিবেন এছাড়া ডিভোর্সের আগ পর্যন্ত অনন্যা ও সন্তান আরিয়ানের তিনমাসের ভরণপোষণের ব্যবস্থা করবেনফেরত দেবেন তার কাছে গচ্ছিত রাখা অনন্যার বিয়ের গয়না

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: