Friday, 17 October 2014

একজন শাবনূরকে নিয়ে কিছু কথা....


বাংলা সিনেমার সফল নায়িকাদের কথা বলতে গেলে তাঁর নামটি চলে আসে শুরুতেইসাবলীল অভিনয় দক্ষতা, নাচে পারদর্শিতা ও রোমান্টিক সিনেমার নায়িকাদের মধ্যে তিনিই ছিলেন সময়ের অন্যতম সেরা একজনসেই "তিনি"টা হলেন চিত্রনায়িকা শাবনূর
ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা চাঁদনী রাতেসিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেনক্যারিয়ারের প্রথম দিকে তিনি আরেক জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে জুটি বেঁধে দারুণভাবে আলোচিত হনসে সময় সালমান-শাবনূর জুটি মানেই ছিল সুপারহিট সিনেমা
কিন্তু চিত্রনায়ক সালমান শাহর অকাল মৃত্যুতে শাবনূরের চলচ্চিত্র ক্যারিয়ারে কিছুটা ভাটা পড়েকিন্তু হাল ছাড়েননি আলোচিত এই অভিনেত্রীএরপর তাকে একে একে ওমর সানি, আমিন খান, শাকিল খান, অমিত হাসান ও ফেরদৌসের সাথে জুটি বেঁধে রুপালি পর্দায় দেখা গেছে
তবে সালমানের মৃত্যুর পর একমাত্র চিত্রনায়ক রিয়াজ-যার সাথে শাবনূরের পর্দায় রসায়নটাকে দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিলেনযার প্রমাণ মেলে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত রিয়াজ-শাবনূর জুটির ‘মন মানেনা’ সিনেমাটিমতিন রহমান পরিচালিত এই চলচ্চিত্রটি এক মাইলফলক তৈরি করেএই জুটি দর্শকদের একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দেয়-যা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করে
একসময় রিয়াজ ও শাবনূরের মাঝে ব্যাক্তিগত সম্পর্কের ফাটল ধরেদুজনেই সিদ্ধান্ত নেন আর একসাথে অভিনয় নয়তখন রিয়াজ-শাবনূরের এমন সিদ্ধান্তে বাংলা চলচ্চিত্র শিল্প যেমনিভাবে ক্ষতির সম্মুখীন হয় ঠিক তেমনিভাবেই বাংলা সিনেমা হারায় বিপুল পরিমাণ দর্শক-সেসময়ে যারা রোমান্টিক সিনেমা দেখতে ভালোবাসতেন
দীর্ঘদিন হল বড় পর্দায় নেই একসময়ের দর্শক মাতানো চিত্রনায়িকা শাবনূর! বর্তমানে তিনি স্বামী-সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি, হয়তো আর ফিরবেন না অভিনয়ে
তবে শাবনূর ভক্তদের জন্য সুসংবাদ রয়েছে- মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমন তো প্রেম হয়সিনেমাটি নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনিএটি তাঁর অভিনীত সর্বশেষ সিনেমাখুব শিগগিরই সিনেমাটি সেন্সরে জমা দেয়া হবে-এমনটাই পরিচালক সূত্রে জানা গেছেসবকিছু ঠিক থাকলে চলতি বছরেই প্রেক্ষাগৃহে দেখা যাবে দর্শকনন্দিত এই নায়িকাকে
শাবনূর অভিনীত বিচার হবে, আনন্দ অশ্রু, স্বপ্নের পৃথিবী, বিয়ের ফুল, নারীর মন, ও প্রিয়া তুমি কোথায়, মাটির ফুল এমন অসংখ্য চলচ্চিত্র রয়েছে-যা দর্শককে এখনো আন্দোলিত করে
শাবনূর অভিনয়ে ফিরুক আর নাই-বা ফিরুক, বাংলা সিনেমায় তিনি যে অবদান রেখে গেছেন এদেশের সিনেমাপ্রেমী মানুষ তা যুগ যুগ মনে রাখবেএখনো নতুন প্রজন্মের নায়িকাদের আইকন তো তিনিই


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: