তন্ময় তানসেন
পরিচালিত "রান আউট"-এর মাধ্যমে সিনেমার জগতে পা রেখেছেন নায়লা নাঈম, এ কথা সকলেই জানেন। আর সাথে এটাও জানেন যে, এই সিনেমায়
একটি দারুণ আইটেম গানেও অংশ নিয়েছেন তিনি। তবে সেটাই শেষ কথা নয়। বিশেষ সেই আইটেম গানটি নিয়ে ফেসবুকেও আয়োজন করা হয়েছিল একটি প্রতিযোগিতার। আর সেই প্রতিযোগিতায়
বিজয়ী ৫জন পুরুষ ভক্ত পেয়েছিলেন নায়লার সাথে দেখা করার সুবর্ণ সুযোগ!





0 comments: