Saturday, 18 October 2014

শুভ জন্মদিন তাহসান


তাহসান, পুরোনাম তাহসান রহমান খানসঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবেই মিডিয়া ভুবনে উত্থান করেন তিনিতবে বর্তমানে তাহসানের অভিনয়, উপস্থাপনা নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেনএছাড়াও তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতা
২০০৬ সালের ৩ আগস্ট তাহসান ভালোবেসে বিয়ে করেন আরেক মডেল, অভিনেত্রী মিথিলাকেএরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল এই তারকা দম্পতির ঘর আলো করে একটি কন্যা সন্তান আসে
আজ ১৮ অক্টোবর এই জনপ্রিয় তারকার জন্মদিন জন্মদিনে তাহসানকে অনেক অভিনন্দন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: