Saturday, 25 October 2014

একজন চমৎকার বাবা তাহসান এবং কিছু মিষ্টি মুহূর্ত



অন্য তারকাদের চাইতে তাহসান সবসময়েই একটু ভিন্নযেখানে তারকাদের নামের সাথে জড়িয়ে থাকে কেবল ভুরি ভুরি স্ক্যান্ডাল; সেখানে তাহসান নিজের কাজ, পরিবারের জন্য তাঁর ভালোবাসা ও স্ত্রী-কন্যাকে ঘিরে ফুটিয়ে তুলেছেন সুন্দর একটি জীবনের প্রতিচ্ছবিআর এইসব কারণেই তাঁর জনপ্রিয়তা এতটা বেশী
ভালো স্বামী হিসাবে তাঁর সুনাম তো ছিলই, আজকাল ক্রমশ প্রমাণিত হয়ে যাচ্ছে যে কতটা চমৎকার বাবা তিনিশুধু বাবা হিসাবেই নন, মানুষ হিসাবেও মাত্র ঘণ্টা খানেক আগে কন্যার সাথে নিজের কিছু ছবি আপলোড করেছেনে এই তারকা তবে কেবল মিষ্টি কিছু ছবি দেয়াই উদ্দেশ্য নয়, সাথে লিখেছেন সমাজের জন্য একটি বার্তাওনিজের ফেসবুক ফ্যান পেজে ছবি আপলোড করে তাহসান লেখেন-
উপহার যে জীবন
উপভোগ কর প্রতিটাক্ষণ
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও
সৃষ্টি কর আপন শিল্পের ঘর
সুস্থ কায়া, সুন্দর মন আর প্রেমময় কর্মজীবন
সুবিশাল এক হৃদয়ে তোমার জ্ঞানের উন্মোচন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: