Saturday, 25 October 2014

ডিভোর্সের গুঞ্জন, দেশে ফিরে আসা এবং....


আগের চেয়ে আরেকটু মুটিয়ে গেছেনচেহারায় খানিকটা বয়সের ছাপও পড়েছেচোখের নিচেও কালি জমতে শুরু করেছেঅবাক দৃষ্টি নিয়ে শাবনূরের দিকে তাকাতেই হেসে বললেন, 'অবাক হয়ে কী দেখছেন! আমার কোনো দোষ নেইসব দোষ নেহানেরছেলেটা বড়ই দুষ্টুএক ফোঁটা ঘুমাতে দেয় নাসারাক্ষণই গল্প শুনতে চায়মা বলেন, নাকি আমার মতো হয়েছেআমিও নাকি ছোটবেলায় এমন করতাম'
বলতে বলতেই নেহান এসে হাজিরঅল্প অল্প হাঁটতে শিখেছেকপালের এক কোণে ছোট্ট একটা কাজলের টিপমায়ের কাছে এসেই কোলে ওঠার বায়নাশাবনূর ছেলের আবদার রাখলেনকোলে নিলেনকোলে উঠেই ফোকলা দাঁতে একগাল হাসল নেহানছেলের হাসি দেখে শাবনূর বললেন, 'এই হলো পাজিটার স্বভাবকারো সঙ্গে কথা বলতে দেখলেই এসে হাজিরমনে করে গল্প করছি'
শাবনূর দেশে এসেছেন দেড় সপ্তাহ হলোথাকবেন আরো মাসখানেকপ্রতিবছর এই সময়টায় দেশে ফেরেনকিন্তু গত বছর আর পারেননিঅন্তঃসত্ত্বা ছিলেননেহান হয়েছে ২৯ ডিসেম্বরএরপর তাকে নিয়েই প্রায় বছর কেটে গেছেচলতি বছরের মাঝামাঝি কয়েকবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত আসা হয়নি নেহানের টিকা দেওয়া, নিজের শারীরিক অসুস্থতাসহ নানা ঝামেলায় দেশে ফেরা আর হলো নাঅথচ দেশে ফেরার জন্য মনটা ছটফট করছিলশাবনূর বলেন, 'আমার ছেলে দেশের মাটি দেখবে না, তা কী করে হয়! ও অস্ট্রেলিয়ায় জন্মালেও বাঙালিওকে বাঙালি সত্তাতেই বড় হতে হবেউদ্‌যাপন করতে হবে পহেলা বৈশাখ, ঈদ, পূজা প্রতিবছর অন্তত একবার হলেও আমি ওকে দেশে আনবএখানকার সমাজ-সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেব' মাঝখানে স্বামী অনিকের সঙ্গে শাবনূরের ডিভোর্স নিয়ে ইন্ডাস্ট্রিতে জোর গুজব রটেকিন্তু এ প্রসঙ্গ নিয়ে মোটেও মাথা ঘামাতে চাইলেন না শাবনূরবললেন, 'এর আগে মিডিয়া এবং ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে হাজারবার মুখরোচক গল্প রটিয়েছেএ আর নতুন কী! আমি আর অনিক আগের মতোই আছি আমাদের দুজনের সম্পর্ক নিয়ে কোনো রকম দ্বন্দ্ব নেই'
শাবনূর এখন অভিনয় নিয়ে একদমই ভাবছেন নাতবে পরিচালনায় আসার যে ঘোষণাটা দিয়েছিলেন, সেটা ভোলেননিএরই মধ্যে অস্ট্রেলিয়ায় চলচ্চিত্র নির্মাণের ওপর একটি কোর্স করেছেনআগামী বছর নাগাদ নিজের পরিচালিত ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করতে চান, 'দেশে ফিরেই বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিএরই মধ্যে কয়েকজন পরিচালক দেখাও করে গেছেনকিন্তু সবাইকে না করে দিয়েছিআসলে নেহান এখন ছোটওকে সময় দেওয়াটা আমার কাছে প্রধান কাজ অন্যদিকে পরিচালনায় আসব বলে কয়েকবার ঘোষণাও দিয়েছিএই কথাটা রাখব'
শাবনূর অভিনীত মাত্র একটি ছবি মুক্তিপ্রতীক্ষিত, মোস্তাফিজুর রহমান মানিকের 'এমনো তো প্রেম হয়'এতে তাঁর বিপরীতে ফেরদৌসছবিটির ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছেএর পরই কি ঢালিউডে অভিনেত্রী শাবনূরের পাঠ উঠে যাবে? স্বাভাবিকভাবে উত্তর দিলেন শাবনূর, 'সময়ই সব কিছু বলে দেবেআগে থেকে আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই না'




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: