Thursday, 16 October 2014

স্ত্রী বর্ষার সাথে অনন্তের বিশেষ আনন্দ উদযাপন (দেখুন ছবিতে)


সম্প্রতি তৃতীয়বারের মতো সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন অনন্ত জলিলএর আগের টানা দুই বছরও বিশেষ এই সম্মানে ভূষিত হয়েছিলেন তিনিবিশেষ এই সম্মানের আনন্দটা অনন্ত ভাগাভাগি করে নিলেন সহধর্মিনী বর্ষার সাথে
দেশের ১৪৭ জন ব্যবসায়ী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পেয়েছেনপণ্য রপ্তানি করে এবং বাণিজ্য সংগঠনের প্রতিনিধি হিসেবে তাঁদের এই মর্যাদা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়বুধবার সিআইপিদের নাম ঘোষণা করে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হয়সিআইপি মর্যাদার ব্যক্তিরা সাত ধরনের রাষ্ট্রীয় সুবিধা পেয়ে থাকেনটেক্সটাইল খাতের রফতানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই মর্যাদা পেয়েছেন অনন্ত জলিল
বিশেষ এই মর্যাদার আনন্দ উদযাপন করার জন্য নিজের ঘরে কেক কাটলেন অনন্ত জলিল স্বামীর এই সাফল্যে দারুণ খুশি বর্ষাআর তাই দুজনের আনন্দের এই মূহূর্তটাকে ক্যামেরাবন্দী করে ফেসবুকেও আপলোড করেছেন তারা। 


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: