Thursday, 16 October 2014

দেখুন পোষা কুকুরের সাথে সানি লিওনের অদেখা ছবি


আবেদনময়ী নায়িকা সানি লিওনের ভক্তরা বরাবরই খুব উৎসাহী থাকেন এই নায়িকার ব্যাপারে সানির ব্যক্তিগত জীবনের হালচাল জানার জন্য চোখ রাখেন সানির ফেসবুক ও টুইটারের পাতায়সম্প্রতি সানি লিওনের ফেসবুকের ভ্যারিফাইড পেজে একটি ভিন্ন ধরণের ছবি আপলোড করা হয়েছে
ছবিটিতে সানি লিওন তার পোষা দুটি কুকুরের বেল্ট ধরে রেখেছেনপশুপাখী খুবই পছন্দ করেন এই তারকাআর তাই তার ঘরে তিনি বেশ কিছু পোষা প্রাণী রেখেছেনকাজের ফাঁকে অবসর পেলেই পোষা প্রাণীগুলোকে সময় দেন তিনিএমনকি মাঝে মাঝে সেগুলোকে নিয়ে হাটতেও বের হন এই তারকানিজের পালিত এই কুকুর গুলোকে ভীষণ ভালোবাসেন তিনিআর তাই নিজের প্রিয় কুকুরগুলোর সাথে হাটতে বের হয়ে ছবি তুলে ফেসবুকে ভক্তদের সাথে শেয়ার করেছেন সানি লিওন



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: