আবেদনময়ী নায়িকা সানি
লিওনের ভক্তরা বরাবরই খুব উৎসাহী থাকেন এই নায়িকার ব্যাপারে। সানির ব্যক্তিগত জীবনের হালচাল জানার
জন্য চোখ রাখেন সানির ফেসবুক ও টুইটারের
পাতায়। সম্প্রতি সানি লিওনের ফেসবুকের
ভ্যারিফাইড পেজে একটি ভিন্ন ধরণের ছবি
আপলোড করা হয়েছে।
ছবিটিতে সানি লিওন
তার পোষা দুটি কুকুরের বেল্ট ধরে রেখেছেন। পশুপাখী
খুবই পছন্দ করেন এই তারকা। আর তাই তার ঘরে তিনি বেশ কিছু পোষা
প্রাণী রেখেছেন। কাজের ফাঁকে অবসর পেলেই পোষা প্রাণীগুলোকে সময় দেন তিনি। এমনকি মাঝে মাঝে সেগুলোকে নিয়ে হাটতেও বের হন এই তারকা। নিজের পালিত এই কুকুর গুলোকে ভীষণ ভালোবাসেন
তিনি। আর তাই নিজের প্রিয় কুকুরগুলোর সাথে
হাটতে বের হয়ে ছবি তুলে ফেসবুকে
ভক্তদের সাথে শেয়ার করেছেন সানি লিওন।


0 comments: