Monday, 20 October 2014

শৈশবকে মিস করেন জোলি


শৈশবকে ভীষণ মিস করেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিতাই তিনি তার ছয় সন্তানের মধ্যে শৈশবকে খুঁজে ফেরেন
জানা গেছে, জোলি সময় পেলেই সন্তানদের সঙ্গে খেলাধুলা করেনতিনি শৈশবের ফেলে আসা দিনগুলোয় আবারো ফিরে যেতে চানসম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন এই মার্কিন অভিনেত্রীজোলি তার ছেলেবেলার সময়গুলো কোনোভাবেই ভুলতে পারছেন নাশৈশবে তিনি পার্কে নিয়মিত খেলাধুলা করতেনএমনকি মন চাইলেই বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তেনতাই জোলি শৈশবের সেই মুক্ত-স্বাধীন জীবনটা আরো একবার উপভোগ করতে চান
কিন্তু তা তো আর সম্ভব নয়! তবে জোলি মনে করেন, প্রতিটি মানুষেরই শৈশব-কৈশোরের দিনগুলো উপভোগ করা উচিতএ প্রসঙ্গে ৩৯ বছর বয়সী জোলি বলেন, 'শৈশবে কত সুন্দর সময় কাটাতামস্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে উঠতামবৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরতামআসলে শৈশবকালটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়'
সূত্রটি আরো জানিয়েছে, জোলি কখনই ভবিষ্যতের জন্য নিজেকে পরিকল্পনামাফিক তৈরি করেননিতিনি মনে করেন, অভিজ্ঞতাই মানুষকে তৈরি করে নেয়তাই প্রত্যেক বাবা-মায়ের উচিত সন্তানকে স্বাধীনতা প্রদান করাবর্তমানে অ্যাঞ্জেলিনা জোলি 'বাই দ্য সি' ছবির শুটিং করছেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: