Sunday, 14 September 2014

সবচাইতে আকর্ষণীয় "বলিউড শিক্ষিকা" যারা!


বলিউড সিনেমাজগতে গ্ল্যামার আর সৌন্দর্যের হাতছানি এড়াতে পারেন না কোন দর্শকই একটি সাধারণ চরিত্রও গ্ল্যামারাস হয়ে ওঠে বলিউডের জাদুতেশিক্ষক চরিত্রটি অনেক বেশি শ্রদ্ধার আর সম্মানের হলেও বলিউড সিনেমাজগতে এই চরিত্রটিকে উপস্থাপন করা হয়েছে নানান রূপেবিশেষ করে নায়িকা যখন শিক্ষকের ভূমিকায়, তখন যেন পুরো চরিত্রটাই গ্ল্যামার দিয়ে পূর্ণবলাই বাহুল্য যে দর্শক আবেদন ধরে রাখাটাই এর মূখ্য উদ্দেশ্যসে যাই হোক, আজ দেখা যাক শিক্ষকের ভূমিকায় বলিউডে সবচাইতে আকর্ষণীয় ছিলেন কোন কোন নায়িকা। 





SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: