Saturday, 13 September 2014

আবারও বিতর্ক তৈরির আয়োজনে পাকিস্তানের বীণা মালিক


এখন পর্যন্ত যতগুলো বলিউড ছবিতে অভিনয় করেছেন তার সবগুলোতেই ব্যাপক খোলামেলা ও রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন বীণা মালিকএভাবেই প্রতিটি ছবির মাধ্যমে নিজের একটি সেক্সসিম্বল ইমেজ গড়ে তোলেন তিনি
পাকিস্তানের মুসলিম ঘরানার অভিনেত্রী হয়ে এ রকম দৃশ্যে অভিনয় করা মেনে নিতে পারেননি খোদ তার পরিবারের সদস্যরাওঅন্যদিকে বিভিন্ন সময়ে বীনাকে পাকিস্তানে নিষিদ্ধ করার জন্য আন্দোলনও হয়েছেকিন্তু তাতে দমে যাননি তিনি বরং নিজের মতো করে কাজ করে গেছেন
সেই ধারাবাহিকতায় গত বছর সর্বশেষ বলিউডের সুপার মডেলছবিতে ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করে আলোচনায় আসেন তিনিএকই বছর দ্য ডার্টি পিকচার’-এর তেলেগু ভার্সনে নগ্ন ও রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে আবারও বিতর্কের মুখে পড়েন
তবে এবার বীনা আসছেন ভিন্নরূপেনিজের সেক্সসিম্বল ইমেজ অক্ষুণ্ন রেখেই ভূত হয়ে দর্শকদের সামনে আসছেন তিনিএকটি হরর ছবিতে অভিনয় করেছেন বীণা ছবির নাম মুম্বই ১২৫ কিমিছবিটি প্রযোজনা ও পরিচালনা করছেন হেমন্ত মাদুকারএটি একটি রোড ট্রিপ হরর ছবিছবিটি অক্টোবরের ১৭ তারিখ মুক্তি পাওয়ার কথা রয়েছেছবির প্রধান চরিত্রে অর্থাৎ ভূত বেশে এখানে দেখা যাবে বীনাকে
ভূতের চরিত্রে অভিনয় করলেও বিভিন্ন সময়ে এখানেও নগ্নদৃশ্যে দেখা যাবে বীণাকেকয়েকজন তরুণ অভিনেতার সঙ্গে রগরগে হয়েও ক্যামেরাবন্দি হয়েছেনসব মিলিয়ে ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তিনিএ বিষয়ে তিনি বলেন, প্রথমবারের মতো ভূতের চরিত্রে কাজ করেছিছবির কাজ করার সময় এমন ভুতুড়েভাবে সব কিছুর আয়োজন করা হয়েছিল যে মাঝেমধ্যে নিজেরই ভয় করছিলবেশ ভাল একটি অভিজ্ঞতা হয়েছে আশা করছি ছবিটি ভাল লাগবে সবার


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: