Sunday, 14 September 2014

যেসব কারনে বিতর্কের ঝড় নিয়ে আসছে ওকে!


'পিকে' ছবির পোস্টারে ভূত এখনও সবার মাথা থেকে যায়নিকারন ওকে ছবির পোস্টার দেখলে আপনার অন্তত সেটাই মনে হবে
পিকের ঐ বিতর্কিত পোস্টারে আমিরের মতোই 'ওকে'র পোস্টারে পুনম রাই নামের এক অভিনেত্রী রেলপথে দাঁড়িয়ে আছেন খোলামেলা হয়েরেডিওর বদলে লজ্জা ঢেকেছেন ক্যামেরা দিয়েএই ছবিটি পরিচালনা করেছেন কান্তি শাহ
'ওকে' ছবির গল্প এরকম, প্রতিবেশী এক দম্পতির মেলামেশা দেখার পর কিশোর কিশোরীর মানসিকতায় পরিবর্তন আসেএছাড়া ছেলেমেয়ের প্রেমের পাশাপাশি মেয়ে সমকামিতার কথাও আছে এখানে
পরিচালক কান্তি শাহ বলেন, বালিকা থেকে একটি মেয়ের নারী হয়ে ওঠার চিত্র দর্শকরা উপভোগ করবে আশা করিদরিদ্র পরিবারে বেড়ে ওঠা মেয়েটি অর্থের লোভে ধীরে ধীরে যৌনকর্মী হয়ে ওঠেপোস্টার বিষয়ে বলেন, আইন ও সাধারণ মানুষের সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত
পরিচালক কান্তি শাহ এর আগে 'এমএমএস কান্ড', 'ফ্রি এন্ট্রি', 'আঙ্গুর', 'ফুলো হাসিনা রামকালী', 'জল্লাদ নাম্বার ওয়ান', 'মেরি জাং কা এলান' প্রভৃতি ছবি নির্মাণ করেছেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: