লোকে এত দিন সানি লিওনের আবেদনময়ী শরীর উপস্থাপন
দেখেছেন। বলিউডের নির্মাতারাও তার শরীরকে পুঁজি করে ছবি বানিয়ে কেউ কেউ ভালো ব্যবসাও করেছেন। তবে এবার ঘটনা ভিন্ন।
সম্প্রতি নাকি সানি লিওনের নাকি হাবভাব বদলেছে,
খবরও চাউর হয়েছিলো , দর্শক গ্রহন করলে চিরচেনা সেই আবেদনময়ী চরিত্রে ধীরে ধীরে অভিনয় ছেড়ে দিয়ে
ভিন্নভাবেই নিজেকে উপস্থাপন করবেন সানি। সে লক্ষেই নিয়মিত ধর্মগুরুদের দীক্ষাও নিচ্ছেন
সানি ।
লেখক-নির্মাতা মিলাপ জাহেরি সানি লিওনের অন্য
একটি গুণকে পর্দায় তুলে ধরতে চান। আপনি হয়তো মনে মনে সাত-পাঁচ ভাবছেন। ভাবনার কিছু নেই, কেননা ঘটনা তেমন গুরুতর নয়। বরং হাস্যরসাত্মক। এই অভিনেত্রীকে দিয়ে এবারে লোক হাসাতে চান জাহেরি। খবর মিড-ডের। সংবাদমাধ্যমটির এক
প্রতিবেদনে বলা হয়েছে, সানি লিওন প্রথম যখন
মাস্তিজাদির স্ক্রিপ্ট পড়েন, তখন নাকি খুব হেসেছিলেন। তার সেই হাসি নাকি
থামতেই চাইছিল না।খবরে আরো বলা
হয়, সানি লিওন এখন বলিউডে সেক্স সাইরেন বাজানোর অন্যতম অংশ। এখন সেই পরিচয় থেকে
বের হয়ে এবার তিনি কৌতুকধর্মী চরিত্রে অভিনয় করছেন। শুধু তা-ই নয়, তাকে এবারে দেখা যাবে দ্বৈত চরিত্রে।
এত দিন যে দর্শক ঘাড় ঘুরিয়ে সানির জামার কলার
খুঁজেছেন, এখন সেই দর্শককেই হাসানোর দায়িত্ব নিয়েছেন
তিনি। সিনেমাটিতে সানি লিওনকে
দেখা যাবে মাহারাষ্ট্রের দুই তরুণী লাইলা ও লিলির চরিত্রে। যারা সম্পর্কে যমজ বোন। দুটি চরিত্রই মজার। এখন পর্নো তারকা খ্যাত
সানি লিওন কতটা কৌতুক দেখাতে পারেন, তা দেখার জন্য
অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি না পাওয়া পর্যন্ত।
মাস্তিজাদের অফিশিয়াল ট্রেইলর ।

0 comments: