Sunday, 21 September 2014

চিরচেনা আবেদনময়ী অভিনয় ছেড়ে এবার ব্যাতিক্রমি চরিত্রে বিতর্কিত সানি (ভিডিও)


লোকে এত দিন সানি লিওনের আবেদনময়ী শরীর উপস্থাপন দেখেছেনবলিউডের নির্মাতারাও তার শরীরকে পুঁজি করে ছবি বানিয়ে কেউ কেউ ভালো ব্যবসাও করেছেনতবে এবার ঘটনা ভিন্ন
সম্প্রতি নাকি সানি লিওনের নাকি হাবভাব বদলেছে, খবরও চাউর হয়েছিলো , দর্শক গ্রহন করলে চিরচেনা সেই আবেদনময়ী চরিত্রে ধীরে ধীরে অভিনয়  ছেড়ে দিয়ে  ভিন্নভাবেই নিজেকে উপস্থাপন করবেন সানিসে লক্ষেই নিয়মিত ধর্মগুরুদের দীক্ষাও নিচ্ছেন সানি
লেখক-নির্মাতা মিলাপ জাহেরি সানি লিওনের অন্য একটি গুণকে পর্দায় তুলে ধরতে চানআপনি হয়তো মনে মনে সাত-পাঁচ ভাবছেনভাবনার কিছু নেই, কেননা ঘটনা তেমন গুরুতর নয়বরং হাস্যরসাত্মকএই অভিনেত্রীকে দিয়ে এবারে লোক হাসাতে চান জাহেরিখবর মিড-ডেরসংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সানি লিওন প্রথম যখন মাস্তিজাদির স্ক্রিপ্ট পড়েন, তখন নাকি খুব হেসেছিলেনতার সেই হাসি নাকি থামতেই চাইছিল নাখবরে আরো বলা হয়, সানি লিওন এখন বলিউডে সেক্স সাইরেন বাজানোর অন্যতম অংশএখন সেই পরিচয় থেকে বের হয়ে এবার তিনি কৌতুকধর্মী চরিত্রে অভিনয় করছেনশুধু তা-ই নয়, তাকে এবারে দেখা যাবে দ্বৈত চরিত্রে
এত দিন যে দর্শক ঘাড় ঘুরিয়ে সানির জামার কলার খুঁজেছেন, এখন সেই দর্শককেই হাসানোর দায়িত্ব নিয়েছেন তিনিসিনেমাটিতে সানি লিওনকে দেখা যাবে মাহারাষ্ট্রের দুই তরুণী লাইলা ও লিলির চরিত্রেযারা সম্পর্কে যমজ বোনদুটি চরিত্রই মজারএখন পর্নো তারকা খ্যাত সানি লিওন কতটা কৌতুক দেখাতে পারেন, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি না পাওয়া পর্যন্ত
মাস্তিজাদের অফিশিয়াল ট্রেইলর

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: