Monday, 22 September 2014

অতীত ভুলে অভিনেতা শ্যামল মাওলার প্রেমে মগ্ন প্রভা


বিতর্কিত অভিনেত্রী প্রভাকে নিয়ে নাটকপাড়ায় প্রচলিত একটি প্রবাদ নিয়মিত উচ্চারণ হচ্ছেপ্রবাদটি হচ্ছে-কয়লা ধুইলে ময়লা যায় নাতাকে নিয়ে প্রবাদটি চর্চার কারণ, প্রভা আগের মতোই আছেনভুল থেকে তিনি কোনো শিক্ষা নেননিনতুন নতুন প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন তিনিবর্তমানে অভিনেতা শ্যামল মাওলার সঙ্গে তিনি চুটিয়ে প্রেম করছেন বলে ফিসফাসফিস চলছে নাটকপাড়ায়যদিও দুজনেই বিষয়টিকে হেসে উড়িয়ে দেনকেউ জানতে চাইলে তারকাদের সেই পুরনো কৌশল আমরা ভালো বন্ধুবলে চালিয়ে দেনকিন্তু সূত্রের দাবি, প্রেমের গভীরতা অনেকতবে সূত্র এটাও বলছে, প্রভা তো কখনো এক প্রেমে স্থির থাকে নাতাই পুরনো প্রেম ভেঙে নতুন প্রেম গড়তে পারে যে কোনো সময়ই
প্রভার নগ্ন ভিডিওর ঘটনা এখনো মানুষের মনে গেঁথে আছেঘটনাটি খুব একটা পুরনো হয়নিনগ্ন ভিডিও প্রকাশের পর প্রভা স্বীকার করেছিলেন, এটা তার জীবনের বড় একটি ভুলতিনি ভুল শুধরে সারাজীবন সুস্থভাবে বেঁচে থাকতে চানপ্রভার অসহায়ত্ব দেখে তখন তার স্বজন-সহকর্মীরা এগিয়ে আসেনসবাই তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সাহায্য করেন প্রভাও চেষ্টা করেন সব ভুলে এগিয়ে যেতেবিয়েও করেনবিয়ের পরপরই প্রভা মনোযোগ দিয়ে সংসার করার ঘোষণা দেনসুযোগ পেলে দু-একটা নাটকে অভিনয় করতে চেয়েছিলেন তিনিকিন্তু নিজের সেই নিকট অতীত প্রভা নিজেই ভুলে বসেছেন সংসারকে দূরে ঠেলে তিনি আবার মরিয়া হয়ে উঠেছেন ব্যস্ত অভিনেত্রী হওয়ার জন্যনাটক তো বটেই, চলচ্চিত্রেও নাম লেখানোর জন্য বিভিন্ন প্রযোজকের অফিসে ধরনা দিচ্ছেনটার্গেট একটাই- যে কোনো কিছুর বিনিময়ে শীর্ষ নায়িকা হওয়াআর তাই তার সংসার এখন ঢিলেঢালাজানা গেছে, প্রভার সঙ্গে তার স্বামীর বনিবনা হচ্ছে নাস্বামীর সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: