অভিনয়টা যেমন তেমনই হউক না কেন নাচে যে অন্য সব নায়িকাকে মার খাওয়াতে পারেন তাতে কারও সন্দেহ নেই। কথা হচ্ছে বলিউডের অবেদনময়ী নায়িকা ক্যাটরিনা কাইফের। 'চিকনি চামেলি'র পর থেকেই 'নাচটা তিনি ভালোই পারেন'- এমন কথা নিয়মিত শোনা গেছে ক্যাটরিনা কাইফ সম্পর্কে। তার প্রায় প্রতিটি সিনেমাতেই নাচের ঝলক দেখিয়ে এসেছেন তিনি। তার সঙ্গে পাল্লা দিয়ে নাচাটা ছিল সহশিল্পীদের জন্য কঠিন কাজ।
তবে বলিউদে এমন একজন আছেন যার সাথে নাচতে ক্যাটরিনাও ভয় পান। তবে কে সেই তারকা? ক্যাট স্বীকার করলেন একজন সহশিল্পী তিনি পেয়েছেন যার সঙ্গে নাচা সত্যিই কঠিন, আর তিনি হলেন ঋত্বিক রোশান। ঋত্বিকের সঙ্গে আগে 'জিন্দেগি মিলেগি না দুবারা'এর সিনেমাতে অভিনয় করলেও নাচার কোনো সুযোগ ছিল না। মুক্তি প্রতীক্ষিত 'ব্যাং ব্যাং' সিনেমাতে সেই সুযোগ পেয়েছেন দুজনই।

0 comments: