Tuesday, 23 September 2014

এপ্রিলে বিয়ে, নভেম্বরেই মা হচ্ছেন ফারজানা ছবি!


মাতৃত্ব নারীর জীবনে বিশেষ এক অধ্যায়টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী ফারজানা ছবি শিগগিরই জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে পৌঁছাতে চলেছেনসবকিছু ঠিক থাকলে এ বছরের নভেম্বরে তাঁর কোলজুড়ে আসবে তাঁর প্রিয়তম সন্তান
মা হতে যাওয়ার এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী ফারজানা ছবি নিজেই ফারজানা ছবি বিয়ে করেছেন এ বছরের এপ্রিলেপারিবারিক আয়োজনে ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকারের সঙ্গে তার বিয়ে হয়তারপর থেকেই অভিনয় এক প্রকার বন্ধই করে দিয়েছেনএবার জানালেন নভেম্বরেই ঘরে আসছে সন্তান
খুশিতে উচ্ছসিত ছবি বলেন, ‘মা হওয়া সব নারীর জন্যই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়এটা আমার জন্য নতুন অভিজ্ঞতানতুন অতিথিকে বরণ করে নিতে নানা ও দাদাবাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেনআমাদের জন্য সবার কাছে দোয়া চাই


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: