মাতৃত্ব নারীর জীবনে বিশেষ এক অধ্যায়। টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী ফারজানা ছবি শিগগিরই জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে পৌঁছাতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে এ বছরের নভেম্বরে তাঁর কোলজুড়ে আসবে তাঁর প্রিয়তম সন্তান।
মা হতে যাওয়ার এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী ফারজানা ছবি নিজেই। ফারজানা ছবি বিয়ে করেছেন এ বছরের এপ্রিলে। পারিবারিক আয়োজনে ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকারের সঙ্গে তার বিয়ে হয়। তারপর থেকেই অভিনয় এক প্রকার বন্ধই করে দিয়েছেন। এবার জানালেন নভেম্বরেই ঘরে আসছে সন্তান।
খুশিতে উচ্ছসিত ছবি বলেন, ‘মা হওয়া সব নারীর জন্যই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। নতুন অতিথিকে বরণ করে নিতে নানা ও দাদাবাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।’

0 comments: