Monday, 15 September 2014

দেখুন এমন ৫ তারকাকে যারা বাস্তব জীবনেই একজন খুনি!


কাহিনীর স্বার্থে তো কত কিছুই করতে হয় তারকাদেরনা চাইলেও ভিলেনে পরিণত হতে হয় একের পর এক খুনের দৃশ্যে অভিনয় করতে হয় তাদেরতবে বাস্তবেই যদি এমনটা করে বসেন কোন তারকাকী, ভাবতেই পারছেন না তো? তবে বাস্তব জীবনেও এমন অনেক তারকা আছেন যারা বাস্তব জীবনেই খুনের মতো একটি জঘন্য কাজটি করেছেন
শ্রুতি চন্দ্রলেখা
সম্প্রতি বলিউড পাড়ায় ২২ বছর বয়সী এই তামিল তারকার খুনের খবরটি হইচই ফেলে দেয় তবে শ্রুতি চন্দ্রলেখা নিজের স্বামীকেই খুন করে খবরে পরিণত হয়েছেন জানা যায় এই তারকা সাঙ্ঘাতিক অর্থকষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছিলেনআর অর্থের লভে পড়েই এই তারকাকে তার স্বামী জোরপূর্বক পর্ণ সিনেমায় অভিনয়ের জন্য জোরাজুরি করতেনআর স্বামীর অত্যাচার আর ভয়ভীতি দেখানোর দরুন বেশ কয়েকটি ব্লু ফিল্মেও অভিনয় করেন তিনিআর তাই ক্ষোভ থেকেই স্বামীকে খুন করেন তিনি
লেড ব্যালী
অ্যামেরিকান জনপ্রিয় এই ফোক সংগীত তারকার নাম হুডি উইলিয়াম লেডবেটার মূলত লেড ব্যালী নামেই বেশী পরিচিততবে মিউজিক ইন্ডাস্ট্রিতে চরম বদমেজাজের জন্য এই তারকার আলাদা খ্যাতি রয়েছেএই তারকা ১৯১৮ সালের দিকে নিজের ঘনিষ্ঠ আত্মীয়কে খুন করেনতবে এই খুনের পেছনের রহস্য অনেক দিন অজানা থাকলেও পরবর্তীতে জানা যায় একজন মহিলার কারণেই তিনি তার আত্মীয়কে খুন করেন তবে এই মহিলার নাম এবং ব্যালীর মধ্যকার সম্পর্কের কথা আজও অজানা রয়েই গেছেখুনের দায়ে ব্যালির ৩৫ বছর জেল হবার ঘোষণা এলেও ১০২৫ সালে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে মুক্তি পান
চার্লস এস. ডুটন
চিনতে পারছেন এই তারকাকে? রুডি অ্যান্ড এলিয়েন থ্রি দিয়ে প্রথম আলোচনায় আসেনএই তারকার অতীতটিও কিন্তু খুবই ভয়ংকরশহরে দাঙ্গার সময় এই তারকা একজনকে কুপিয়ে হত্যা করেনআর এর জন্য তাকে জেল খাটতেও হয়আর এই সময় এই তারকার বয়স ছিল কেবল ১৭ বছর তবে এখানেই শেষ নয় খুনের কারণ ছাড়াও এই তারকা ধারালো সব অস্ত্র রাখার দরুন বেশ কয়েকবার জেলখানামুখো হয়েছেন
রেবেকা গেহার্ট
ভাবতেই অবাক লাগছে তো এই সুন্দরী রমণীয় খুনের মতো জঘন্য কাজটি করতে পারেন? তবে এই রমণীর বেলায় ঘটেছে অন্য ঘটনাএই তারকা নয় বছরের একটি ছেলের উপর দিয়ে তার গাড়ি চালিয়ে দেনজানা যায় ঐ ছেলেটি ক্রসওয়াক ব্যবহার করা ছাড়াই রাস্তা পার হচ্ছিল আর এমন সময় রাস্তায় চলমান অন্যান্য গাড়ি থেমে গেলেও অ্যামেরিকান এই তারকার গাড়িটি থামেনিকেননা ঐ সময় রেবেকা গেহার্ট ফোন কথা বলায় ব্যস্ত ছিলেনএই তারকার একটু সচেতনতার অভাবে একটি বালক তার জীবন হারালপরবর্তীতে রেবেকা গেহার্টকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়
ম্যাথিউ ব্রোডেরিক
এই তারকা একটি নয় দুইটি খুন করেনকি, অবাক হচ্ছেন তোতবে শুনুন, ১৯৮৭ সালের ঘটনা এটিপ্রেমিকাকে নিয়ে লং ড্রাইভে বের হন এই তারকাজানা যায় ম্যাথি ব্রোডেরিকের গাড়িটি রং সাইড দিয়ে যাচ্ছিল আর এমন সময় ওপর পাশ থেকে আসা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং উল্টো দিক থেকে আসা গাড়িতে থাকা মেয়ে দুজনেই ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন এবং ম্যাথিউ ব্রোডেরিক মারাত্মক আহত হন
মাইকেল জেস
নিজের স্ত্রীকে হত্যার ঘটনায় হলিউডের সকলকে অবাক করে দেন এই তারকামাইকেল জেস ২০১৪ সালের মে মাসে ১৯ তারিখে তার স্ত্রীকে গুলি করে হত্যা করেনজানা যায় পারিবারিক দ্বন্দ্ব থেকেই এমন ঘটনার সূত্রপাত ঘটেস্ত্রীকে খুনের দায়ে মাইকেলের ৫০ বছরের জেল হবার সম্ভবনা রয়েছে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: