Monday, 15 September 2014

আবার ডেটিং শুরু করেছে জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজ!


জাস্টিন বিবার এবং সেলেনা গোমজকে আসলে এক হয়েছেনপ্রেমিকা সেলেনা গমেজের সাথে এতদিন 'হাইড অ্যান্ড সীক' খেললেও অবশেষে 'সত্যিকার প্রিন্সেস'-এর কাছে ফিরে এলেন পপ তারকা জাস্টিন বিবার
আর এ কথা সবাই জানেন যে, যতই টানাপড়েন চলুক, বিবারের আসল প্রিন্সেস সেলেনা গোমেজএটা নিশ্চিত করেছে সম্প্রতি বিবারের পোস্ট করা একটি ছবি সাংবাদিককে হেনস্থা করার একটি মামলার শুনাতিতেও বিবার স্বীকার করেছেন তার সাথে সেলেনার সম্পর্ক এখনও আছেমাঝখানে কিছু দিনের বিচ্ছেদ ঘটলেও সম্প্রতি তার বিরুদ্ধে করা এক অভিযোগের প্রেক্ষিতে জবানবন্দি দিতে এসে দুজনের এক হওয়ার খবরটি দিয়েছেন তিনি
জবানবন্দি দেয়ার সময় অ্যাটর্নি মার্ক ডিকোডেনকে স্পষ্টভাবেই বিবার বলেন যে, তিনি তার 'অন-অফ' গার্লফ্রেন্ডের কাছে ফিরে এসেছেনবর্তমানে তারা নাকি আগের মতোই চুটিয়ে প্রেম করছেন
তবে সেলেনার পরিবার নাকি একেবারেই এই সম্পর্ক চাননাতাদের বিবার কে একেবারেই পছন্দ নাকিন্তু এই সুন্দর সময়টা নাকি সেলেনা একা কাটাতে চাইছেন নাতাই তারা আবার এক হয়েছেন
উল্লেখ্য, ২০১১ এর প্রথম দিকে এদের মন দেওয়া-নেওয়া শুরু হয়২০১২-এ ছাড়াছাড়ির খবর চারদিকে গুঞ্জণ তুললেও ভক্তদের নজর সব সময়ই তাদের ওপর ছিল


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: