অবশেষে আলোচিত টিভি তারকা কিম কার্দাশিয়ানও আইস বাকেট চ্যালেঞ্জটি নিলেন। তবে বেশিরভাগ তারকারাই নিজের বাড়িতে এই চ্যালেঞ্জটি নিয়ে থাকলেও কিম কার্দাশিয়ান একেবারে একটি টিভি শোতে শ খানেক দর্শকের সামনে বরফের ঠাণ্ডা জলে সিক্ত হলেন।
কেবল আইস বাকেট চ্যালেঞ্জ নিয়েছেন বললে কম হবে কিম তার চ্যালেঞ্জ গ্রহণের প্রমাণটিও রেখেছেন। মজার ব্যাপার হল ভিডিওটিতে দেখতে পাবেন কিম নিজে থেকে আইস বাকেট চ্যালেঞ্জটি নেন এবং জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনেরেস যখন কিমের গায়ে বরফ জল ঢালেন তকখন সেলফি তোলার জন্য প্রস্তুত থাকলেও ঠাণ্ডায় কাতর হয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে এলেন মনে করিয়ে দেন যে তুমি সেলফি তুলতে চেয়েছ এখন তোল।

0 comments: