জনপ্রিয় হতে কোন
তারকা চাইবে না বলুন। আর এই
জনপ্রিয়তার জন্য প্রতিটি অভিনেতা- অভিনেত্রী
খেটে যান নিরলস ভাবে। তবে এটি অনেক
কষ্ট সাধ্য এবং সাধনার ব্যাপার। কিন্তু জনপ্রিয় হবার আরেকটি উপায় হল
বিতর্ক সৃষ্টি করা। আর এই বিতর্ক সৃষ্টি করে জনপ্রিয় হয়ে উঠেছেন অনেক তারকা। আজ রইলো বলিউডের তারকাদের বিতর্কিত সব MMS স্ক্যান্ডালের
ব্যাপারে। প্রথম পর্বের
তালিকায় আছেন কারিনা কাপুর, শারলিন
চোপড়া, মল্লিকা শেরাওয়াত, রিয়া সেন ও মোনা সিং।
ভারতের ছোটপর্দার
জনপ্রিয় টিভি সিরিয়াল “জ্যাসি জেসি কই নেহি” তাঁকে
এনে দিয়েছিল জনপ্রিয়তা আর এই নাটকে অভিয়ের
মধ্য দিয়েই ভক্তদের কাছাকাছি যেতে পেরেছিলেন তিনি। তবে হঠাৎ করেই এই অভিনেত্রীর নগ্ন
এমএমএসটি ইন্টারনেট এবং মোবাইল ফোনে ছড়িয়ে
পড়ে। হাতে কোন নাটক না থাকলেও এই অপ্রত্যাশিত ঘটনাটি দিয়ে আলোচনার
কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। যার
পরিপ্রেক্ষিতে মোনা থানায় একটি মামলাও করেন
তবে যদিও ভিডিওটিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মোনা সিংয়ের সম্মতিক্রমেই
দৃশ্যায়ন করা হয়েছে।
যদিও এই তারকা
জুটির ভিডিও স্ক্যানডোটিকে মার্কেটিং
কৌশল হিসেবে ধরা হলেও এটি কারিনা-শহীদ
কাপুরকে নিয়ে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু
তাই নয় সেই সময় শহীদ-কারিনা বলিউডের অন্যতম
হট জুটিতে পরিণত হন আর ভিডিওটিতে শহীদ-কারিনা
একে অপরের প্রতি গভীর ভালোবাসাই প্রকাশ পাচ্ছে।
অভিনয় দিয়ে আলোচিত
হতে না পারলেও এই ভিডিও স্ক্যানডালটি দিয়ে একেবারে ব্যর্থ দুই অভিনেতা অভিনেত্রী হয়ে
উঠেছিলেন আলোচিত। ভিডিওতে
আশমিত আর রিয়াকে একে অপরকে চুম্বন
করতে দেখা যায় আর তা যে রিয়ার সম্মতিতেই হয়েছিল তাতে কোন সন্দেহ
না থাকলেও ঝামেলার শুরু হয় যখন আশমিত এই ভিডিওটি প্রকাশ করে দেন। এমন ঘটনায়
প্রচণ্ড খেপে যান এই অভিনেত্রী অতঃপর আশমিতের বিরুদ্ধে মামলাও করেন তিনি।
বলিউডের বোল্ড
অভিনেত্রীর খেতাব পাওয়া অভিনেত্রীও এম এম এস স্ক্যান্ডেলের শিকার হয়েছেন। খুব
সম্প্রতি এই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যদিও
এই ভিডিওটিকে মল্লিকা সারাওয়াত নকল এবং তাকে
ফাঁসানোর জন্য করা হয়েছে বলে দাবি করেন।
এই বিতর্কিত
তারকা যে কিনা নিজেই নিজের নগ্ন ছবি প্রকাশ করেন এবার শোনা গেলও তার নগ্ন ছবি লিক করেছে অন্যকেউ! বিশ্বাস যোগ্য না হলেও শারলিন
চোপড়ার এমনটাই দাবি। তিনি বলেন কেউ ইচ্ছা করেই তার পোশাক পরিবর্তনের মুহূর্তটি ইন্টারনেটে ছড়িয়ে দেন।






0 comments: