অভিনয়ে না ফেরার ঘোষণা দিলেন পূর্ণিমা। গতকাল তিনি বলেন, সন্তানের জন্য আমি অভিনয় থেকে অবসর নিতেও প্রস্তুত। সম্প্রতি পূর্ণিমা কন্যাসন্তানের মা হয়েছেন। গত ১৩ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। মা ও মেয়ে দু’জনেই এখন চট্টগ্রামে স্বামীর সংসারে অবস্থান করছেন।
পূর্ণিমা বলেন, প্রথমবারের মতো মা হলাম। তাই নিজেও অনেক বেশি উচ্ছ্বসিত। কী পরিমাণ খুশি হয়েছি, তা বলে বোঝাতে পারব না। সন্তান ঘিরে আমাদের পুরো পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
সন্তানের মা হওয়ার অনেক আগে থেকেই পূর্ণিমা অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। চলচ্চিত্রে প্রায় ২ বছর ধরে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। নাটকেও তেমন দেখা যায় না।
২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১০ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গুণী এ অভিনেত্রী।

0 comments: