Tuesday, 16 September 2014

বিকিনিতে "শানদার" আলিয়া ভাট


এরই মধ্যে বলিউডে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন মহেশ ভাট কন্যা আলিয়া ভাট সর্বশেষ হাম্পটি শর্মা কি দুলহানিয়াছবিতে দুর্দান্ত অভিনয়শৈলী দেখিয়েছেন তিনিরূপ, গ্ল্যামার, নাচ, পারফরমেন্স, অভিনয়, শারীরিক সৌন্দর্য- সবদিক দিয়ে অন্য অনেকের চেয়ে এগিয়ে তিনিবিগ বি অমিতাভ বচ্চন তো এই সময়ের সুঅভিনেত্রী হিসেবেই অভিহিত করেছেন আলিয়াকেসব মিলিয়ে বেশ ভাল একটি সময় পার করছেন তিনিতবে চলতি বছর আলিয়া অভিনীত কোন ছবি আর মুক্তি পাচ্ছে না আলিয়াকে নতুন বছরের শুরুতে নতুনরূপে দেখা যাবেছবির নাম শানদার
পরিচালনা করেছেন বিকাশ বেহলএখানে প্রথমবারের মতো শহিদ কাপুরের বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকেএরই মধ্যে ছবির বেশির ভাগ কাজ শেষ হয়েছেমজার বিষয় হলো, এ ছবির জন্য যখন শহিদকে জানানো হলো তার বিপরীতে আলিয়া অভিনয় করবেন, তখন অসন্তুষ্ট ছিলেন তিনিসবেমাত্র স্টুডেন্ট অব দ্য ইয়ারমুক্তি পেয়েছে তারকিন্তু ছবিটি দেখেননি শহিদপরবর্তীতে ছবিটি দেখার পর রাতারাতি আলিয়ার ভক্ত হয়ে যান তিনিএরপর আলিয়ার সব কটি ছবিই দেখেছেন তিনি
এদিকে শানদারছবিতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন শহিদ-আলিয়াশুধু তাই নয়, এই ছবিতে প্রথমবারের মতো ১০০ ভাগ বিকিনি পরেছেন আলিয়াপ্রথম ছবিতে বিকিনি পরলেও নিচের অংশ ঢাকা ছিল স্কার্ফ দিয়েতবে এবার তাকে দেখা যাবে টু পিস বিকিনিতে, তাও আবার একাধিক দৃশ্যে
বিষয়টি উপভোগও করেছেন খোদ আলিয়াএ বিষয়ে তিনি বলেন, আগে শুধু পত্রিকায় খবর দেখতাম অমুক নায়িকা বিকিনি পরেছেন অথবা বিকিনি পরে বিতর্কের মুখে অমুক নায়িকাবেশ মজাই লাগতো আমার কাছেআমি মনে করি শারীরিক গঠন যদি সঠিক হয় তবে বিকিনি পরাটা খুব স্বাভাবিক ব্যাপারএটা নিয়ে আলোচনা সমালোচনার কিছু নেইআমি নিজেও শানদারছবিতে বিকিনি পরেছিবেশ এনজয় করেছি দৃশ্যগুলো আশা করছি দর্শকরাও মুগ্ধ হবেন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: