সুবর্ণা মুস্তাফার সঙ্গে সুন্দরী প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন তাহসান ও অপি করিম। আর এই তিন বিচারকের হাত দিয়েই বাংলাদেশ পেতে যাচ্ছে রূপসী রমণীদের যারা আগামীতে মিডিয়া ভুবনে রাজত্ব করবেন। তবে এবারের এই সুন্দরী প্রতিযোগিতায় ঘটলো এক মজার কাণ্ড। এবং এর আগে যা একেবারেই ঘটেনি। আর এই ঘটনার পেছনে রয়েছেন কোন দুই তারকা জানেন?
তবে শুনুন, গান গাইছেন তাহসান, সঙ্গে নাচছেন অপি করিম! এমনই একটি দৃশ্যে দুজনকে দেখা যাবে 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতার একটি পর্বে। সদ্য শুটিং হওয়া এই পর্বে তাহসানের গাওয়া 'এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তকারী নই এ যেন ভীষণ আক্ষেপ আমি দিগ্বিজয়ী নই' গানের সঙ্গে নাচছিলেন অপি করিম।
একটা পর্যায়ে আসন ছেড়ে মঞ্চে উঠে আসেন তাহসান। অপির নাচের সঙ্গে গানটি ধরেন তিনি। 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় এর আগের কোনো আসরে মূল বিচারকদের কাউকে মঞ্চে এসে এভাবে পারফর্ম করতে দেখা যায়নি।
এ প্রসঙ্গে তাহসান বলেন, 'অপি করিম আমার গানের সঙ্গে নাচছিলেন দেখে খুব ভালো লাগছিল। ভেতরে অন্য রকম একটা অনুভূতি কাজ করছিল। পরে আমিও তাঁর সঙ্গে যোগ দিই। এই পর্বটি দেখলে দর্শক-শ্রোতারাও আনন্দ পাবেন।'
উল্লেখ্য, চ্যানেল আইয়ে ১৬ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার করা হবে পর্বটি।

0 comments: