Thursday, 18 September 2014

একরাতের জন্য চুক্তিবদ্ধ হলেন সানি লিওন!


না, ভুল কিছু পড়েননিঠিকই পড়েছেনবাস্তবেই এক রাতের জন্য চুক্তি বদ্ধ হচ্ছেন ইন্দো-ক্যানাডিয়ান এই তারকাতবে কি আবারো সেই পর্ণ ছবির দুনিয়ায় প্রবেশ করতে চললেন বলিউডের এ সময়ের ক্রেজ সানি লিওন?
সম্প্রতি তিনি তুষার কাপুরের বিপরীতে মাস্তিজাদেসিনেমার কাজ শুরু করেছেনশুধু তাই নয়, বলিউডে নিজের স্থান পোক্ত করতে খুব শীঘ্রই মা হবার পরিকল্পনাও বাদ দিয়েছেনতবে হঠাৎ করে এমন কি হলো যে বলিউড ছেড়ে পুরনো দুনিয়ায় ফিরে যেতে চলেছেন সানি লিওন?
সানি লিওনের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় পরিচালক জেসমিন ডিসুজার কথা অনুযায়ী এমনটা করতে চলেছেন সানি লিওন কি, এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না তো? তবে শুনুন, ‘ওয়ান নাইট স্ট্যান্ডসিনেমা নিয়ে বলিউডে পা রাখতে চলেছেন পরিচালক জেসমিন ডিসুজা আর এই সিনেমায় মুখ্য চরিত্রের জন্য চুক্তি বদ্ধ হয়েছেন বলিউডের সবচেয়ে আকর্ষণীয় এবং আবেদনময়ী নায়িকা সানি লিওন
এদিকে সিনেমার নামটি আপাত দৃষ্টিতে উত্তেজনাপূর্ণ এবং কামুক মনে হলেও এতে রয়েছে গভীরতার ছোঁয়াজানা যায় সিনেমায় রানা ডাজ্ঞুবাতির সাথে ঘটনা চক্রে পরিচয় হয় সানিরএরপরেই সানির জীবনে ঘটে থাকে অদ্ভুত যত ঘটনা
আগের সব সিনেমার মতই যেওয়ান নাইট স্ট্যান্ডসিনেমাতেও যে সানি তার নিজের আবেদন আর আকর্ষণের ছোঁয়া রাখবেন তাতে কোন সন্দেহ নেই


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: