Thursday, 18 September 2014

ক্যাবারে গানে খোলামেলা সোনাক্ষি সিনহা


চলতি সময়ের অভিনেত্রীদের মধ্যে একটি অবস্থান ইতিমধ্যে তৈরি করেছেন সোনাক্ষি সিনহাযত ছবিতে তিনি অভিনয় করেছেন তার বেশিরভাগই ব্যবসা সফলআর তাই এখন চাহিদাসম্পন্ন অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনিশুধু তাই নয়, নিজের সম্মানীও বাড়িয়েছেন সোনাক্ষিপ্রতি ছবিতে এখন তার সম্মানী হচ্ছে ৩ কোটি রুপিএতো অল্প সময়ে বলিউডের কোন অভিনেত্রীর এরকম বড় ধরনের সম্মানী নেয়ার রেকর্ড কমই রয়েছেসেদিক থেকে তাকে লাকি অভিনেত্রীও বলা চলে
সম্প্রতি শত্রুঘন সিনহা কন্যা সোনাক্ষি একটি নতুন ছবির কাজ করছেন পরিচালনা করছেন প্রভুদেবাছবিতে তিনি অভিনয় করছেন শহিদ কাপুরের বিপরীতে এখানে অভিনয় করার পাশাপাশি তাকে একটি ক্যাবারে গানে পারফর্ম করতে দেখা যাবেগানটির শুটিং সম্পন্ন হয়েছে মুম্বইর একটি বারেগানটিতে তার সঙ্গে পারফর্ম করেছেন প্রভুদেবাওকোরিওগ্রাফিও করেছেন তিনিগানটি গেয়েছেন সুনিধি চৌহান
নেকটা ৭০ দশকের সাজসজ্জাতে ব্যাপক খোলামেলা হয়ে এখানে উপস্থাপিত হয়েছেন তিনিছোট গাউন পরে অবেদনময়ীরূপে ক্যাবারে গানটিতে নাচতে দেখা যাবে সোনাক্ষিকেআর এর জন্য এক সময়ে বলিউডের জনপ্রিয় ক্যাবারে ডান্সার হেলেনকে অনুসরণ করেছেন তিনিহেলেনের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছেনটিপস নিয়েছেনব্যাপক প্রস্তুতি নিয়েই গানটির শুটিং করেছেন তিনি
এ বিষয়ে সোনাক্ষি বলেন, আমি হেলেন জির অনেক বড় ভক্ততার প্রায় সব ছবি আমি দেখেছিবাবার অনেক ছবিতেই ছিলেন তিনিএবার এ ছবির ক্যাবারে গানে কাজ করার জন্য সরাসরি হেলেন জির টিপস পেয়েছিএটা আমার জন্য বড় একটি ব্যাপার আমি চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে গানটিতে তুলে ধরারদর্শকরা কিভাবে নেয় সেটাই এখন দেখার বিষয়


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: