চলতি সময়ের অভিনেত্রীদের মধ্যে একটি অবস্থান ইতিমধ্যে তৈরি করেছেন সোনাক্ষি সিনহা। যত ছবিতে তিনি অভিনয় করেছেন তার বেশিরভাগই ব্যবসা সফল। আর তাই এখন চাহিদাসম্পন্ন অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজের সম্মানীও বাড়িয়েছেন সোনাক্ষি। প্রতি ছবিতে এখন তার সম্মানী হচ্ছে ৩ কোটি রুপি। এতো অল্প সময়ে বলিউডের কোন অভিনেত্রীর এরকম বড় ধরনের সম্মানী নেয়ার রেকর্ড কমই রয়েছে। সেদিক থেকে তাকে লাকি অভিনেত্রীও বলা চলে।
সম্প্রতি শত্রুঘন সিনহা কন্যা সোনাক্ষি একটি নতুন ছবির কাজ করছেন। পরিচালনা করছেন প্রভুদেবা। ছবিতে তিনি অভিনয় করছেন শহিদ কাপুরের বিপরীতে। এখানে অভিনয় করার পাশাপাশি তাকে একটি ক্যাবারে গানে পারফর্ম করতে দেখা যাবে। গানটির শুটিং সম্পন্ন হয়েছে মুম্বইর একটি বারে। গানটিতে তার সঙ্গে পারফর্ম করেছেন প্রভুদেবাও। কোরিওগ্রাফিও করেছেন তিনি। গানটি গেয়েছেন সুনিধি চৌহান। অ
নেকটা ৭০ দশকের সাজসজ্জাতে ব্যাপক খোলামেলা হয়ে এখানে উপস্থাপিত হয়েছেন তিনি। ছোট গাউন পরে অবেদনময়ীরূপে ক্যাবারে গানটিতে নাচতে দেখা যাবে সোনাক্ষিকে। আর এর জন্য এক সময়ে বলিউডের জনপ্রিয় ক্যাবারে ডান্সার হেলেনকে অনুসরণ করেছেন তিনি। হেলেনের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছেন। টিপস নিয়েছেন। ব্যাপক প্রস্তুতি নিয়েই গানটির শুটিং করেছেন তিনি।
এ বিষয়ে সোনাক্ষি বলেন, আমি হেলেন জি’র অনেক বড় ভক্ত। তার প্রায় সব ছবি আমি দেখেছি। বাবার অনেক ছবিতেই ছিলেন তিনি। এবার এ ছবির ক্যাবারে গানে কাজ করার জন্য সরাসরি হেলেন জি’র টিপস পেয়েছি। এটা আমার জন্য বড় একটি ব্যাপার। আমি চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে গানটিতে তুলে ধরার। দর্শকরা কিভাবে নেয় সেটাই এখন দেখার বিষয়।

0 comments: