চিরপ্রতিদ্বন্দ্বী তারা। পর্দার বাইরে এবং ভেতরে দুজনের খারাপ সম্পর্কের কথা
সবারই জানা। তবে শুরুতে একে
অপরের মধ্যে বন্ধুত্ব থাকলেও নানা কারণে তা শেষ পর্যন্ত তা টেকসই হয়নি। আর মনে করা হয় চলচ্চিত্র নিয়ে প্রতিদ্বন্দ্বিতার কারণে ক্যারিয়ারের শুরু থেকেই শাহরুখ খান ও সালমান খান চিরপ্রতিদ্বন্দ্বী অভিনেতা। তবে বন্ধুত্ব দিবসে পুরনো দ্বন্দ্ব-সংঘাত ভুলে গিয়ে তারা
পরস্পরের প্রশংসায় মশগুল হয়েছিলেন।
বন্ধু দিবস
উপলক্ষে এক সাক্ষাৎকারে সালমান শাহরুখ খানকে 'বলিউডের কিং' বলে আখ্যায়িত করেন। তবে এর আগে কখন-ই সালমান তাকে এ
উপাধির স্বীকৃতি দেননি।
সালমানের হাত
ধরেই বলিউডে শত কোটির ক্লাবের প্রচলন শুরু হয়েছে। তার অভিনীত 'ওয়ান্টেড', 'দাবাং' ও 'বডিগার্ডে'র মতো
ছবিগুলো সুপারহিট হয়েছে। শুধু তাই নয়; ঈদে
মুক্তিপ্রাপ্ত 'কিক' ছবিটিও দারুণ ব্যবসা সফলতা লাভ করেছে।
এমন সময়
নিজেকে কি বলিউডের নতুন রাজা মনে হচ্ছে? সাংবাদিকদের
এমন এক প্রশ্নের জবাবে সালমান বলেন, 'দীর্ঘদিন বলিউডে একজন রাজা (শাহরুখ খান) রাজত্ব করে
চলছেন। তাই তিনি থাকাকালে আমার রাজা হওয়ার কোনো অধিকার নেই।'
সূত্রটি আরো
জানিয়েছে, 'কিক' সমালোচকদের তুষ্ট করতে না পারলেও ইতোমধ্যেই ছবিটি দেড়শ' কোটি রুপি আয় করে নিয়েছে। ছবিটি স্বয়ং শাহরুখ খানও
দেখেছেন এবং এর ব্যাপক প্রশংসা করেছেন বলে জানা গেছে।

0 comments: