Monday, 4 August 2014

বন্ধুত্ব দিবসে চিরপ্রতিদ্বন্দ্বী অভিনেতা শাহরুখ খানকে নিয়ে যা যা বললেন সালমান


চিরপ্রতিদ্বন্দ্বী তারাপর্দার বাইরে এবং ভেতরে দুজনের খারাপ সম্পর্কের কথা সবারই জানাতবে শুরুতে একে অপরের মধ্যে বন্ধুত্ব থাকলেও নানা কারণে তা শেষ পর্যন্ত তা টেকসই হয়নিআর মনে করা হয় চলচ্চিত্র নিয়ে প্রতিদ্বন্দ্বিতার কারণে ক্যারিয়ারের শুরু থেকেই শাহরুখ খান ও সালমান খান চিরপ্রতিদ্বন্দ্বী অভিনেতাতবে বন্ধুত্ব দিবসে পুরনো দ্বন্দ্ব-সংঘাত ভুলে গিয়ে তারা পরস্পরের প্রশংসায় মশগুল হয়েছিলেন
বন্ধু দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে সালমান শাহরুখ খানকে 'বলিউডের কিং' বলে আখ্যায়িত করেনতবে এর আগে কখন-ই সালমান তাকে এ উপাধির স্বীকৃতি দেননি
সালমানের হাত ধরেই বলিউডে শত কোটির ক্লাবের প্রচলন শুরু হয়েছেতার অভিনীত 'ওয়ান্টেড', 'দাবাং' 'বডিগার্ডে'র মতো ছবিগুলো সুপারহিট হয়েছে শুধু তাই নয়; ঈদে মুক্তিপ্রাপ্ত 'কিক' ছবিটিও দারুণ ব্যবসা সফলতা লাভ করেছে
এমন সময় নিজেকে কি বলিউডের নতুন রাজা মনে হচ্ছে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সালমান বলেন, 'দীর্ঘদিন বলিউডে একজন রাজা (শাহরুখ খান) রাজত্ব করে চলছেনতাই তিনি থাকাকালে আমার রাজা হওয়ার কোনো অধিকার নেই'
সূত্রটি আরো জানিয়েছে, 'কিক' সমালোচকদের তুষ্ট করতে না পারলেও ইতোমধ্যেই ছবিটি দেড়শ' কোটি রুপি আয় করে নিয়েছেছবিটি স্বয়ং শাহরুখ খানও দেখেছেন এবং এর ব্যাপক প্রশংসা করেছেন বলে জানা গেছে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: