Monday, 4 August 2014

ডিভোর্সের এক সপ্তাহ পার না হতেই পুরনো প্রেম জেগে উঠল পামেলার?


মনে পুরনো প্রেম যেন আবারও জেগে উঠেছে পামেলাররিক সলোমনকে ডিভোর্স দেওয়ার এক সপ্তাহ পার হতে না হতেই আবারও রিকের সঙ্গে সম্পর্ক গড়তে চাচ্ছেন হলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পামেলাযদিও জুলাইয়ের শেষের দিকে পামেলা নিজ উদ্যোগেই রিককে ডিভোর্স দিয়েছিলেন
আর রিকও পামেলার ডাকে সাড়া দিয়ে নিয়মিত দেখা করছেনতারই ধারাবাহিকতায় সম্প্রতি পামেলার বাড়ির সুইমিংপুলে ঘনিষ্ঠভাবে আবিষ্কার করা গেছে পামেলা-রিককেইতিমধ্যে ওই সুইমিংপুলে বিকিনি পরে রিককে বেশ কয়বার চুমোও দিয়েছেন পামেলা
তবে ক্যামেরার আড়াল হতে পারেননি তারাতাদের সেই ঘনিষ্ঠ ছবি প্রকাশ পেয়ে এরই মধ্যে আলোচনার তুঙ্গে চলে এসেছেন পামেলাএই বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী তেমন একটা তোয়াক্কা করছেন না
বরং নিজের বেপরোয়া রূপই দেখিয়ে পামেলা নিজ টুইটারে লিখেছেন, মিডিয়া মনে হয় আমাকে নিয়ে খেলতে ভালবাসেআমার ব্যক্তিগত বিষয়ে তাদের আগ্রহটা খুব বেশিসে কারণেই আমার বাড়ির সুইমিংপুলে কি হচ্ছে সেটা নিয়েও তাদের মাথা ঘামাতে হবেএকেবারেই ফালতুআমি রিক কিংবা যে কারও সঙ্গেই যেখানে খুশি সেখানে যেতে পারি তাতে মিডিয়ার কি! আমি এসবের ধার কখনও ধারিনি, ধারবোও না অল বুলশিট


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: