Monday, 4 August 2014

বোল্ড রূপ নয়, নতুন ট্যাটুর ছবি প্রকাশ করলেন মালাইকা!


বলিউডে ট্যাটু কাণ্ড নতুন কিছু নয়। প্রেম-ভালোবাসা, আধিপত্য বোঝাতে অঙ্গ-প্রতঙ্গে ট্যাটু করানো পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। কেউ হাতে আঁকছেন বউয়ের নাম, কেউ ঘাড়ের নীচে আঁকিয়ে নিচ্ছেন সদ্য প্রেমিক নামের প্রথম অক্ষর।
কেউ আবার মানুষের নামে না গিয়ে সোজা এঁকে ফেলছেন পশু, পাখি, কিম্বা দেবতার নাম ও ছবি। কারও হাতে, কোমরে আবার চাইনিজ লিপি, কিম্বা আরবী হরফ। তবে এবার বলিউড সুপারস্টার সালমান খানের ভাবি ও বিখ্যাত আইটেম গার্ল মালাইকা আরোরা খান প্রায়ই কোন না কোন ভাবে বিতর্কের শীর্ষে থাকেন। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর এই ছবিটি দেখে তো ভক্তদের চোখ কপালে!
ছবিতে মালাইকার বেশ বোল্ড রূপেই সামনে এসেছে। কিন্তু নিজের বোল্ড রূপ দেখাতে নয়, নতুন ট্যাটু দেখাতেই ছবি পোস্ট করেছেন তিনি। হাতের কব্জিতে একটি নতুন ট্যাটু আঁকিয়েছেন তিনি। যদিও খুব ভাল ভাবে লক্ষ্য করলে তবেই এই ট্যাটু আপনার চোখে পড়বে।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: