বলিউড এখন হানি
সিংয়ের জ্বরে ভুগছে। আর কেনই বা
এমনটা হবে না ছবিতে হানি সিংয়ের গান মানেই তো
হিট। রোহিত শেঠি পরিচালিত 'চেন্নাই
এক্সপ্রেস' ছবির 'লুঙ্গি ড্যান্স'
গানটি
দুনিয়াজোড়া জনপ্রিয়তা পেয়েছে। এটি
সুর করেছেন ও গেয়েছেন ইয়ো ইয়ো হানি সিং। রোহিতের নতুন ছবি 'সিংহাম
রিটার্নস'-এর জন্য আরেকটি নতুন গান
তৈরি করলেন ৩১ বছর বয়সী এই সংগীতশিল্পী।
এর ভিডিওতে হানি
সিং ও অজয় দেবগনের সঙ্গে নেচেছেন কারিনা কাপুর খান। তিনি একটি সেলফিও
তুলেছেন হানির সঙ্গে। তার
আত্মবিশ্বাস, গানটি দারুণ জনপ্রিয় হবে
এবং টপচার্টগুলো শাসন করবে। ৩৩
বছর বয়সী এই অভিনেত্রী বলেন, 'আমি হানি সিংয়ের
ভক্ত। এবারই প্রথম আমার কোনো ছবিতে তার গান
ব্যবহার করা হলো। এজন্য আমি খুব খুশি। নতুন
গানটি নিয়ে আমি দারুণ আশাবাদী।'

0 comments: