Monday, 4 August 2014

হানি সিংয়ের সাথে এবার কারিনা কাপুর! (ভিডিও)


বলিউড এখন হানি সিংয়ের জ্বরে ভুগছেআর কেনই বা এমনটা হবে না ছবিতে হানি সিংয়ের গান মানেই তো হিটরোহিত শেঠি পরিচালিত 'চেন্নাই এক্সপ্রেস' ছবির 'লুঙ্গি ড্যান্স' গানটি দুনিয়াজোড়া জনপ্রিয়তা পেয়েছেএটি সুর করেছেন ও গেয়েছেন ইয়ো ইয়ো হানি সিংরোহিতের নতুন ছবি 'সিংহাম রিটার্নস'-এর জন্য আরেকটি নতুন গান তৈরি করলেন ৩১ বছর বয়সী এই সংগীতশিল্পী
এর ভিডিওতে হানি সিং ও অজয় দেবগনের সঙ্গে নেচেছেন কারিনা কাপুর খানতিনি একটি সেলফিও তুলেছেন হানির সঙ্গেতার আত্মবিশ্বাস, গানটি দারুণ জনপ্রিয় হবে এবং টপচার্টগুলো শাসন করবে৩৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, 'আমি হানি সিংয়ের ভক্তএবারই প্রথম আমার কোনো ছবিতে তার গান ব্যবহার করা হলোএজন্য আমি খুব খুশিনতুন গানটি নিয়ে আমি দারুণ আশাবাদী'

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: