Monday, 4 August 2014

অশ্লীলতাকে উসকানোর দায়ে এবার আমির খানের বিরুদ্ধে মামলা!


৩১ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের নতুন সিনেমা পিকে' প্রথম পোস্টার প্রকাশ করেন আমিরপোস্টারটি প্রকাশের পর থেকে গোটা বলিউডে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছেশুধু তাই নয়, এই সিনেমার পোস্টারে আমির খানের নগ্ন ছবিকে কেন্দ্র করে এবার মামলা দায়ের করা হয়েছেএই পোস্টারের মাধ্যমে নগ্নতা এবং অশ্লীলতাক উসকে দেওয়ার অভিযোগ এনে মামলা করা হয় আমির খান এবংপিকেসিনেমার পরিচালকের বিরুদ্ধে
গত ২ অগাস্ট ভারতের উত্তর প্রদেশের কানপুরে মামলাটি করেন আইনজীবী মানোজ দিকশিতঅভিযোগ দায়ের করা হয় আমির খান, পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক ভিধু ভিনোদ চোপড়ার বিরুদ্ধে এই মামলার শুনানি হবে ৭ অগাস্টপ্রয়োজনে অভিযুক্তদের আদালতে তলব করা হবে
অভিযোগকারী আইনজীবির বক্তব্য, তারকা আমির খান ভারতের যুব সমাজকে প্রভাবিত করতে সক্ষমপোস্টারে তার নগ্ন উপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলতে পারেতিনি আরও মনে করেন, এই পোস্টার যৌন হয়রানিমূলক ঘটনাও উসকে দিতে পারে
পিকেমুক্তি পাবে ডিসেম্বরেশোনা যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমায় একজন ভিনগ্রহবাসীর ভূমিকায় দেখা যাবে আমিরকেএই সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা এবং সুশান্ত সিং রাজপুতথ্রি ইডিয়টসএর পর প্রযোজক ভিধু ভিনোদ চোপড়া এবং পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে এটি হবে আমিরের দ্বিতীয় সিনেমা


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: