ধু রক্ষণশীল
সমাজেই নয়, রূপালি পর্দার তারকাদের অনেকে
নগ্নতায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে মেগান
ফক্স তাদের চেয়ে আলাদা। এ নিয়ে কোনো ছুৎমার্গ নেই
তার। কারণ তিনি মনে করেন, নিজের শরীরকে
দর্শকের সামনে তুলে ধরা পশ্চিমি
সংস্কৃতিরই অংশ।
হলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে মেগান অন্যতম। তার রূপ ও শরীরী বিভঙ্গ মাথা ঘুরিয়ে দিতে পারে সব পুরুষের। এই রূপ-যৌবন পর্দায় প্রদর্শনে অভিনয়শিল্পীদের লজ্জা থাকা উচিত নয় বলে মনে করেন তিনি। ২৮ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘এসব আমার কাছে ডালভাত। আমি মনে করি, হলিউডের নায়িকাদের ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় খোলামেলা ও স্বল্পবসনা হয়ে কাজ করতে হয়। আমিও তাদের বাইরে নই। নগ্নতা আমাদের কাজেরই অংশ।’
হলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে মেগান অন্যতম। তার রূপ ও শরীরী বিভঙ্গ মাথা ঘুরিয়ে দিতে পারে সব পুরুষের। এই রূপ-যৌবন পর্দায় প্রদর্শনে অভিনয়শিল্পীদের লজ্জা থাকা উচিত নয় বলে মনে করেন তিনি। ২৮ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘এসব আমার কাছে ডালভাত। আমি মনে করি, হলিউডের নায়িকাদের ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় খোলামেলা ও স্বল্পবসনা হয়ে কাজ করতে হয়। আমিও তাদের বাইরে নই। নগ্নতা আমাদের কাজেরই অংশ।’
নগ্নতা নিয়ে মেগানের
মতো এমন স্বীকারোক্তি খুব কম অভিনেত্রীর মুখেই শোনা গেছে। আগামী ৮ আগস্ট মুক্তি পাবে তার নতুন ছবি ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস’। এতে তিনি কতটা খোলামেলা হয়েছেন এখন সেটার দেখার বিষয়।

0 comments: