Thursday, 7 August 2014

মুক্তির পথে শখ-নিলয় জুটির আটকে যাওয়া 'অল্প অল্প প্রেমের গল্প'


২০১১ সালের নভেম্বর মাসে টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় কাছাকাছি আসেন শখ-নিলয়২০১২ সালের সানিয়াত হোসেন পরিচালিত অল্প অল্প প্রেমের গল্পনামের চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের সম্পর্কের বিষয়টি বিয়ের গুঞ্জন পর্যন্ত গড়িয়েছিল
আর চলচ্চিত্র 'অল্প অল্প প্রেমের গল্প'-এর শুটিং শুরু হয় ২০১২ সালেছবিটির শুটিংও শেষ হয়ে যায় পরবর্তী বছরের মধ্যেকিন্তু হঠাৎ করে পরিচালক সানিয়াৎ হোসেন ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ বন্ধ রাখেন
এর মধ্যে শখের সঙ্গে ছবির নায়ক নিলয় আলমগীরের সম্পর্কের ভাঙন ধরেআটকে যায় ছবির ডাবিংসহ অন্যান্য কাজঅবশেষে প্রায় তিন বছর পর সব কিছু গুছিয়ে এনেছেন পরিচালক২৫ মে ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করেএখন ২৯ আগস্ট ছবিটি মুক্তি দিতে চান তিনি
শখ বলেন, 'ছবিটি নিয়ে এখনো আশা ছাড়িনিহয়তো মাঝখানে কিছুদিন অযথা সময় বয়ে গেছেতাতে কিছু মনে করছি নাদর্শক ছবিটি দেখে অবশ্যই মজা পাবেন এটুকু আশ্বাস দিতে পারিছবির গল্প যেমন অসাধারণ তেমনি লোকেশনেও রয়েছে ভিন্নতা আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে'



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: