Friday, 8 August 2014

জাতীয় পতাকাকে অবমাননা করার দায়ে আদালতে ডাক পড়ল মল্লিকার?


বলিউডের বিতর্কের রানী তিনিবরাবরই পর্দায় স্বল্প পোশাক এবং খোলামেলা উপস্থাপনের কারণে পরিনত হয়েছেন খবরেরএবার 'ডার্টি পলিটিক্স' ছবির পোস্টারে শরীরে ভারতীয় পতাকা জড়িয়ে ছবি দেওয়ায় গত সপ্তাহে দায়ের করা একটি পিটিশনের ভিত্তিতে মল্লিকা শেরাওয়াতকে তলব করেছেন হায়দরাবাদের উচ্চ আদালতএকই সঙ্গে ছবির প্রযোজক কেসি বোকাডিয়াকেও তলব করা হয়েছে
পিটিশনে শহরের এক সমাজকর্মী ধংগোপাল রাও উল্লেখ করেন, জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, যা একজন নাগরিক হিসেবে মেনে নেওয়া যায় নাতিন সপ্তাহের মধ্যে উপস্থিত হয়ে বিষয়টি আদালতে ব্যাখ্যা করা না হলে মল্লিকা ও বোকাডিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন আদালত
ছবির পোস্টারে মল্লিকাকে একটি অ্যাম্বাসাডর গাড়ির ছাদে শরীরে পতাকা জড়িয়ে বসে থাকতে দেখা গেছেরাও বলেছেন, 'জাতীয় পতাকা অবমাননার অধিকার কারো নেইবিষয়টি আমাকে বিব্রত করেছে বলেই আমি এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছিপিটিশনে ছবিটির পোস্টার নিষিদ্ধ করে এটির প্রচারণা বন্ধ করারও আবেদন করা হয়'


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: