প্রেমিকা শত ব্যস্ততার
মাঝেও কেবল একান্তে কিছু সময় কাটানোর জন্য সুদুর ইস্তাম্বুলে উড়ে যেতে পারলে কি বসে থাকতে পারেন প্রেমিক রণভীর? একদম না। আর তাই তো জোয়া আখতারের
কাছ থেকে কিছু সময়ের ছুটি চেয়ে নিয়ে পৌঁছে যান 'ফাইন্ডিং ফ্যানি' শুটিং স্পটে। এই ছবিতে দীপিকার স্বামীর ক্যামিও চরিত্র অভিনয়ও করছেন তিনি।
প্রসঙ্গত, রাম লীলা
ছবিতে রণভীর-দীপিকা জুটির রসায়ন চমকে দিয়েছে সকলকে। তারপর থেকেই একসঙ্গে দেখা গেছে রণভীর-দীপিকাকে। জল্পনা যদি সত্যি হয় তাহলে
আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন রণভীর-দীপিকা। রাম-লীলা
ছবির পর থেকেই সম্পর্ক গভীর হয়েছে তাঁদের। রণভীরের আগামী ছবি জোয়া আখতারের দিল ধড়কানে দো-র আউটডোর শুটিংয়ে ইস্তাম্বুলে দেখা গেছে দীপিকাকে।
নিজেরা কখনও সম্পর্ক স্বীকার না করলেও শোনা যাচ্ছে এবারে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন বলিউডের হটেস্ট জুটি। এর আগেও বহু
পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে দুই
জনকে। তবে কি সত্যিই? আর হতেও তো
পারে। কেননা অভিসার যাপনে যেভাবে দীপিকা-রণভীর অনুসরণ করছেন রণবীর-ক্যাটরিনাকে, সেই ধারাবাহিকতায় বিয়ের কাজটিও
সেরে ফেলতে পারেন এই লাভ বার্ড।
তবে এসবই
কেবল জল্পনা-কল্পনা। তবে বলিউডের এই রোমান্টিক জুগলের বাস্তব জীবনের পরিণয় এখন কেবল সময়ের ব্যাপার। আপাতত রাম-লীলার
রসায়নের ঝলক আবারও দেখতে তাদের
আগামী ছবি বাজিরাও মস্তানির দিকে তাকিয়ে দর্শক।

0 comments: