Wednesday, 6 August 2014

কোথায় আছেন, কেমন আছেন মিলা এখন?


মিলা ইসলাম সংগীত ভুবনের এক জলন্ত তারার নাম বাংলাদেশের মিউজিক ইন্ডাষ্ট্রিতে তার উপস্থিতি প্রমাণ করছিল তারমত ধারালো পপ কণ্ঠ আর দুর্দান্ত স্টেজ পারফর্মার খুব একটা আবিস্কার হয়নিটিভি শো আর খবরের কাগজেও ছিলেন নিয়মিত
নতুন গান বাঁধছেন, অ্যালবাম প্রকাশ করছেন, ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন, চলচ্চিত্রের গানে পারফর্ম করছেন- এমন ভুরি ভুরি সংবাদের শিরোনাম হয়েছেন ধারাবাহিক ভাবেতবে এসবই যেন অতীতকেউ পাচ্ছে না তার খবর, ধরতে পারছে না নাগালতবে গেল প্রায় এক বছর ধরে মিলা যেন সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে ফিরছেনতবে কোথায় আছেন, কী করছেন এই তারকা?
২০০৯ সালে প্রকাশ হয়েছিল তার সর্বশেষ অ্যালবাম রি-ডিফাইনএরপর লম্বা বিরতি কখনো ষ্টেজ শোতে বা কখনো তিভি চ্যানেলে হাজির হতে দেখা গেলেও ২০১০ সালের পর মিডিয়া থেকে যেন নিজেকে একেবারে আড়াল করে নিয়েছেনবিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী,মিলার শো কেন্দ্রিক আয়োজক চেইন ভেঙে পড়েছে অবিশ্বাস্য হারেঅনেকেই বলছেন, এসব মিলিয়ে মিলার বর্তমান অবস্থা বেশ অস্পষ্ট এবং মলিনমিলার ঘাটতি মেটাতে এরই মধ্যে দেশ-বিদেশের আয়োজকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছেন কণাতবে কি পুরোপুরি বিলীন হয়ে গেল মিলার ক্যারিয়ার?
না খুব সম্প্রতি এই সঙ্গীত শিল্পীকে বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বে এরিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন গত ২৯ মার্চ ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে ওহলোন কলেজ স্মিথ সেন্টার থিয়েটারে পারফর্ম করতে দেখা যায় এই তারকাকেতবে এরপর আবারো যেন গা ঢাকা দেন এই তারকাঅতঃপর ঈদ- উল ফিতর উপলক্ষে বাজারে মিলার ভিডিও অ্যালবামের উপস্থিতি থাকলেও দেখা মিলেনি মিলার
জানা যায়, চলমান এই বিরতিতে নিজেকে গোছাচ্ছেন মেধাবী মিলাবিরতির পর তিনি নিজেকে উপস্থাপন করতে চাইছেন পুরো নতুন আবহে, নতুন নতুন চমকের মধ্য দিয়েকিন্তু মিলার এই নীরব প্রস্তুতি শেষ হবে কবে? কবে আবার নড়েচড়ে উঠবেন স্টেজে-অডিও বাজারে?
প্রশ্নের জবাব মিলার কাছ থেকে সরাসরি না পাওয়া গেলেও তারই এক সহযাত্রী বলেন, মিলা সঠিক পথেই আছেননিজেকে নতুন রূপে উপহার দেবেন বলেই তার এই আড়াল প্রস্তুতিবলতে পারেন এর জন্য মিলা একরম লুকিয়ে বেড়াচ্ছেন মিডিয়ার চোখ থেকেআশা করছি আসছে ঈদেই নতুন এক মিলাকে পাবেন নতুন কিছু চমকের মধ্য দিয়ে
সমালোচকদের মতে, এটা হারিয়ে যাওয়ার কোনো কারণ হতে পারে নাকারন এমন হঠাৎ আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পাওয়া তারকা শিল্পী এই অডিও ইন্ডাষ্ট্রিতে ভুরি ভুরি এসেছে আবার নিজেদের কৃতকর্মের জন্য হারিয়েও গিয়েছেন খুব অল্প সময়ে সমালোচকরা আরও বলছেন, এই প্রজন্মের বেশিরভাগ শিল্পীরা হিট হলেই তালগোল পাকিয়ে ফেলেনমনে করেন আজীবন তারা আকাশেই থাকবেন, মাটিতে আর পা ফেলতে হবে নামিলার বর্তমান পরিস্থিতি সেটারই প্রতিফলন
বিশ্লেষক এবং সমালোচকদের এমন তীর্যক বয়ানে এটুকু স্পষ্ট- মিলা গেল ক'বছর ধরে তারকা খ্যাতি নিয়ে উড়েছেন শুধু, ভাবেননি এর ফলাফলকারণ এরই মধ্যে সর্বত্র তার নামে জমেছে অভিযোগতবে আশার কথা হচ্ছে, শেষ এক বছর ধরে মিলা ফের নিজেকে গোছানোর চেষ্টা করছেন আড়ালে থেকে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: