কেটি পেরি এখন সবার চেয়ে জনপ্রিয়। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা সর্বাধিক। এক নম্বর স্থানে রয়েছেন তিনি। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা ১৮ মিলিয়নেরও অনেক বেশি। তবে কি এই জনপ্রিয়তা হারানোর ভয়েই বিয়েতে আগ্রহী নন 'আই কিসড এ গার্ল' খ্যাত মার্কিন পপতারকা কেটি পেরি। ক্যারিয়ারের কথা চিন্তা করে সংসারী হওয়ার সিদ্ধান্ত থেকে দূরে সরে এসেছেন তিনি। নাকি এর পেছনেও রয়েছে অন্য কোন কারণ যা হয়তো আমাদের ধারণার বাইরে?
এর আগে ২০১০ সালে
ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন কেটি। কিন্তু তাদের এই বিয়ে দুই বছরও টেকেনি। এ কারণে
বিয়ের ওপর ভরসা হারিয়ে
ফেলেছেন তিনি। তাই কেটি পুনরায় আর একই ভুল করতে চান না।
এদিকে, কিছুদিন আগে জোর গুঞ্জন উঠেছিল, ডিজে ডিপলোর
সঙ্গে প্রেম করছেন কেটি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, আগামী
দিনগুলোতেও প্রেম-বিয়ের বিষয়টি তিনি এড়িয়ে চলবেন বলে
সাফ জানিয়ে দিয়েছেন। তবে ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা রয়েছে তার।
এ সম্পর্কে
কেটি পেরি বলেন, 'বৈজ্ঞানিক
পদ্ধতিতে বাবা ছাড়াই আমি মা হতে চাই। তবে ক্যারিয়ারের ব্যস্ততা কিছুটা কমিয়ে আরো ৫ বছর পর সন্তানের মা হওয়ার পরিকল্পনা করব।' সূত্রটি আরো
জানিয়েছে, কেটি পুরুষবিরোধী নন। নারী-পুরুষ
মিলেই এ জগৎ সংসার- এ কথা পুরোপুরি মানেন তিনি। তবে তার
জীবনে আর স্বামীর প্রয়োজনীয়তা নেই বলে মনে করেন তিনি।

0 comments: