Wednesday, 6 August 2014

কাকে ঈদ সালামি দিচ্ছেন ফারুকী?


ঈদ আনন্দের একটা বড় অংশজুড়েই থাকে সালামির ব্যাপারটাকে কত সালামি পেল, কাকে কত দিতে হল এসব নিয়ে আস্ফালন বা আনন্দের সীমা থাকে নাআর এমন অনুভূতি থেকে যে তারকারাও বিচ্ছিন্ন নন তারই প্রমাণ দিলেন মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকীকি ভাবছেন ,নিশ্চয়ই সালামি নিচ্ছেন তিনি? না এবার সালামি কারো কাছ থেকে আদায় নয় বরং নিজের পকেটটি হালকা করতে বাধ্য হলেন এই তারকা
তবে ছবিটি দেখে এতটুকু অনুমান করা যাচ্ছে যে সালামি দিয়ে টাকা খোয়ানোর কষ্টের থেকে মজাটাই যেন বেশী পেয়েছেন ফারুকীআর সালামি দিচ্ছেন এর একটি প্রমাণ রাখবেন না তা কি হয়সালামি দিলেন এক হাতে আর মুহূর্তটি ক্যামেরাবন্দীও করে ফেললেনআর সাথে সাথে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ছবিটি আপলোডও করে দেন এবং লেখেন, ঈদ মৌসুমটা মোটামুটি ডান-বাম কইরা ভালোই পার কইরা দিছিলামফাইনালি ধরা খাইতেই হইলোমৌসুমের প্রথম ঈদ সেলামী দিলাম

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: