ঈদ আনন্দের একটা
বড় অংশজুড়েই থাকে সালামির ব্যাপারটা। কে কত সালামি পেল, কাকে কত দিতে হল এসব নিয়ে আস্ফালন বা আনন্দের সীমা থাকে না। আর এমন অনুভূতি থেকে যে
তারকারাও বিচ্ছিন্ন নন তারই প্রমাণ দিলেন মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকী। কি ভাবছেন ,নিশ্চয়ই সালামি নিচ্ছেন তিনি? না এবার সালামি কারো কাছ থেকে আদায় নয় বরং নিজের পকেটটি হালকা করতে বাধ্য হলেন এই তারকা।
তবে ছবিটি দেখে
এতটুকু অনুমান করা যাচ্ছে যে সালামি দিয়ে টাকা খোয়ানোর কষ্টের থেকে মজাটাই যেন বেশী পেয়েছেন ফারুকী। আর সালামি
দিচ্ছেন এর একটি প্রমাণ রাখবেন না তা
কি হয়। সালামি দিলেন এক হাতে আর মুহূর্তটি ক্যামেরাবন্দীও করে ফেললেন। আর সাথে সাথে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে
ছবিটি আপলোডও করে দেন এবং লেখেন, ঈদ মৌসুমটা
মোটামুটি ডান-বাম কইরা ভালোই পার কইরা দিছিলাম। ফাইনালি ধরা খাইতেই হইলো। মৌসুমের প্রথম ঈদ সেলামী দিলাম।

0 comments: