অভিনয়ের চাইতে আইটেম গানে নাচতেই মনে হয় বেশি পছন্দ করেন পর্ণ তারকা সানি লিওন। আর সেই কারণেই হিন্দি, ও তামিল
তেলেগু ছবিতে একাধিক আইটেম গানের পর এবার কন্নড় ছবির
জন্য আইটেম নম্বরে দর্শক মাতাবেন সানি।
বেবি ডল, পিঙ্ক লিপস-এর পর ডিকে ছবির "সেশামা সেশামা" গানে দেখা যাবে লাস্যময়ী সানিকে। এই গানটি অনেকটা লোকগীতির ধাঁচে
তৈরি করা হয়েছে। ছবির ক্রু-দের
মাঝে একজন জানিয়েছে, শুধুমাত্র
সানির কথা ভেবেই এই গানটি বানানো হয়েছে। ৩ দিন ধরে এই গানটির শুটিং চলছে। আজই (৪ অগস্ট) সম্ভবত শেষ হবে সানির এই আইটেম নম্বরের শুটিং।
এই গানটি আইটেম
গান হলেও এতে মাটির গন্ধ আছে বলে জানিয়েছেন ওই সূত্র। একইসঙ্গে জানিয়েছেন, 'সানির আগের
আইটেম নাচ গুলোর থেকে এটা অনেকটাই আলাদা। সানির জনপ্রিয়তা হয়তো আলাদা করে বুঝিয়ে বলতে হবে না। আর সেই
কারণেই ছবি নির্মাতাদের কথায় আমরা অত্যন্ত গোপনে এই আইটেম নাচের
শুটিংটি করছি। যাতে শহরের লোকজন
জানতে না পারেন সানি এখন এই শহরেই রয়েছেন। তাহলে সানি প্রেমীদের ভিড়ে কাজ করাটা মুশকিল হয়ে যাবে।'

0 comments: