Thursday, 7 August 2014

শাকিবের বিরুদ্ধে চুরির অভিযোগঃ তেলেগু ‘রেবেল’ সিনেমার কার্বন কপি ‘হিরো দ্যা সুপারস্টার’! (ভিডিও)


অনেক ঢাক ঢোল পিটিয়ে নায়ক থেকে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানঠিক তেমনিভাবে প্রচার-প্রচারণারও কোন কমতি ছিলনা ছবিটি নিয়েছবিতে তাঁর সাথে নায়িকা হিসেবে রেখেছিলেন অপু বিশ্বাস ও ববিকেএছাড়াও ছবিতে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় নায়ক উজ্জল ও বর্তমান সময়ের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর সহ আরও অনেকে
ঘোষণা দিয়েছিলেন সিনেমাটি বিশ্বমানের করে নির্মাণে কোন কমতি রাখবেন না তবে সিনেমার গল্প নিয়ে জানতে চাইলে বরাবরই তা এড়িয়ে গেছেন শাকিব খান প্রসঙ্গে তিনি বলেছেন, ‘হলে গিয়েই দর্শক চমক দেখতে পাবেন
অবশেষে ঈদে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি হিরো দ্যা সুপারস্টারআর এই সিনেমাটি নিয়ে উঠেছে নকলের অভিযোগ২০১২ সালে মুক্তি পাওয়া তেলেগুরেবেল’-এর কার্বন কপি শাকিব খান অভিনীত ও প্রযোজিত সিনেমা হিরো দ্যা সুপারস্টার
আর তাইতো ঈদে যারা শাকিবের এই সিনেমাটি হলে দেখতে গিয়েছিলেনতাদের যেন হতাশার শেষ নেইচুরি শুধু নয়, এ যেন পুকুর চুরি!
বাংলা সিনেমা যখন একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে ঠিক সেই সময় শাকিবের মতো একজন সুপারস্টারের কাছে থেকে এমন সুপার চুরি কারোই কাম্য ছিলোনা
হিরো দ্যা সুপারস্টারছবির গল্পকার কাসেম আলি দুলালকে প্রশ্ন এমন সূক্ষ্ম ভাবে কাহিনী চুরি কীভাবে করলেন? ‘রেবেলছবির পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার রাঘাভা লরেঞ্চ আপনার লেখা হিরো দ্যা সুপারস্টারসিনেমা যদি কখনো দেখে! কোনদিন যদি ভুলক্রমে তাঁর সামনে পড়ে যান এবং গল্প চুরির অপরাধে যদি আপনাকে রাঘাভা বেঁধে রাখেনতখন আপনার অনুভূতি কেমন হবে জানার অপেক্ষায় রইলাম!
কিছুদিন আগেও শাকিব খান বলেছিলেন, ‘ আমি চাই বাংলাদেশের সিনেমা আমেরিকাতে, লন্ডন, সুইজারল্যান্ড প্যারিসে মুক্তি পাবেআমরা সিনেমার মাধ্যমে আমাদের দেশকে দেশের কালচার বিশ্বের কাছে তুলে ধরবো
কিন্তু এখন প্রশ্ন একটাই? চুরি করা গল্প, অ্যাকশন, নাচ, গান, আর পোশাক দিয়ে নিজেদের কালচারকে কীভাবে তুলে ধরবেন শাকিব! দর্শকদের বোকাভাবার কোন কারণ নেইকারণ তাদের হাতে আছে একশোরও অধিক চ্যানেলএছাড়াও ইউটিউব তো রয়েছেইতারা চাইলেই মুহূর্তের মাঝেই সবকিছু জানতে পারেনআর তাইতো চুরি করার দিন শেষ
স্ক্রিপ্ট রাইটার, প্রযোজক ও পরিচালকদের কাছে এখন একটাই চাওয়া বলিউড, তামিল, তেলেগু ছবির কাট কপি পেস্ট সিনেমা না বানিয়ে, নিজেদের মেধা খাটিয়ে ছবি বানানতবেই তো বাংলা সিনেমার সুদিন ফিরবেকারণ এই সুদিন ফিরানোর জাদুর কাঠি তো আপনাদের হাতেই!


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: