৩১ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের নতুন সিনেমা ‘পিকে'র প্রথম
পোস্টার প্রকাশ করেন আমির। পোস্টারটি প্রকাশের পর থেকে
গোটা বলিউডে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। শুধু তাই নয়, এই সিনেমার পোস্টারে আমির খানের নগ্ন ছবিকে
কেন্দ্র করে মামলাও দায়ের করা হয়েছে।
তবে এখানেই
থেমে নেই, ‘পিকে’র পোস্টারকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে আর
হয়েই যাচ্ছে। পোস্টারে নিজের নগ্ন উপস্থিতির কারণে হাসির পাত্র হওয়ার পাশাপাশি বলিউডে তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি। এমনকি বলিউড বাদশা শাহরুখ
পর্যন্ত আমিরকে কটাক্ষ করতে ছাড়েননি। একই সাথে তাঁকে তুলনা করা হয়েছে সানি লিওনের সাথেও। এবং এবার অভিযোগ উঠেছে, পর্তুগিজ গানের একটি অ্যালবামের
প্রচ্ছদ নকল করে তৈরি হয়েছে ‘পিকে’র পোস্টার!
পিকে'র পোস্টারে দেখা যাচ্ছে নগ্ন শরীরে দাঁড়িয়ে একটি ট্রানজিস্টর হাতে লজ্জা নিবারনের চেষ্টা করছেন আমির। শোনা গেছে সিনেমাটিতে আমির
অভিনয় করেছেন একজন ভিনগ্রহী বা এলিয়েনের ভূমিকায় আর এভাবেই বিনা
বস্ত্রে পৃথিবীতে আগমন তার। এছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পরা আরও একই দৃশ্যে দেখা গেছে যে মহিলাদের মত ঘাগরা পরা তিনি। সাথে কোট আর হাতে সেই ট্রানজিস্টর।
মজার ব্যাপার
হচ্ছে, ১৯৭৩ সালে বিখ্যাত পর্তুগিজ
সঙ্গীতশিল্পী কুইম ব্যারেইরস
নিজের অ্যালবামের প্রচারণার জন্য প্রায় একইরকম একটি পোস্টার তৈরি করেছিলেন। ওই পোস্টারের সঙ্গে ‘পিকে’র পার্থক্য শুধু রেলপথ। কুইমও নগ্ন অবস্থায় একটি অ্যাকর্ডিয়ন হাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। আর আমিরের
সাথে ট্রানজিস্টর।
এ প্রসঙ্গে ‘পিকে’ টিম কোন মন্তব্য রাখতে রাজি
হয়নি। তবে, সূত্রের মাধ্যমে জানানো হয়েছে, মিউজিক
অ্যালবামটির পোস্টারের অনুপ্রেরণা দেখা গিয়েছে ‘পিকে’তে, কিন্তু নকল
করা হয়নি।
এর আগে
আমিরের ‘ধুম থ্রি’র বিরুদ্ধে ‘ডার্ক নাইট’ ছবির পোস্টার
নকলের অভিযোগ উঠেছিল। এ কারণে নিন্দুকেরা বলাবলি
করছেন, শুধু অভিনয়ই নয়, নিখুঁতভাবে নকলও করতে ওস্তাদ আমির। ধুম থ্রি’ ভারত ও বহির্বিশ্ব মিলিয়ে ৪০০ কোটি রুপি আয়
করে। ‘পিকে’ও যে বক্স
অফিস কাঁপিয়ে দেবে তা একরকম নিশ্চিত।

0 comments: