Tuesday, 5 August 2014

অশ্লীলতার দায়ে সমালোচিত আমির খানের পোস্টারটি আসলে নকল!


৩১ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের নতুন সিনেমা পিকে' প্রথম পোস্টার প্রকাশ করেন আমিরপোস্টারটি প্রকাশের পর থেকে গোটা বলিউডে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছেশুধু তাই নয়, এই সিনেমার পোস্টারে আমির খানের নগ্ন ছবিকে কেন্দ্র করে মামলাও দায়ের করা হয়েছে
তবে এখানেই থেমে নেই, ‘পিকের পোস্টারকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে আর হয়েই যাচ্ছেপোস্টারে নিজের নগ্ন উপস্থিতির কারণে হাসির পাত্র হওয়ার পাশাপাশি বলিউডে তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনিএমনকি বলিউড বাদশা শাহরুখ পর্যন্ত আমিরকে কটাক্ষ করতে ছাড়েননিএকই সাথে তাঁকে তুলনা করা হয়েছে সানি লিওনের সাথেওএবং এবার অভিযোগ উঠেছে, পর্তুগিজ গানের একটি অ্যালবামের প্রচ্ছদ নকল করে তৈরি হয়েছে পিকের পোস্টার!
পিকে'র পোস্টারে দেখা যাচ্ছে নগ্ন শরীরে দাঁড়িয়ে একটি ট্রানজিস্টর হাতে লজ্জা নিবারনের চেষ্টা করছেন আমিরশোনা গেছে সিনেমাটিতে আমির অভিনয় করেছেন একজন ভিনগ্রহী বা এলিয়েনের ভূমিকায় আর এভাবেই বিনা বস্ত্রে পৃথিবীতে আগমন তারএছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পরা আরও একই দৃশ্যে দেখা গেছে যে মহিলাদের মত ঘাগরা পরা তিনিসাথে কোট আর হাতে সেই ট্রানজিস্টর
মজার ব্যাপার হচ্ছে, ১৯৭৩ সালে বিখ্যাত পর্তুগিজ সঙ্গীতশিল্পী কুইম ব্যারেইরস নিজের অ্যালবামের প্রচারণার জন্য প্রায় একইরকম একটি পোস্টার তৈরি করেছিলেনওই পোস্টারের সঙ্গে পিকের পার্থক্য শুধু রেলপথকুইমও নগ্ন অবস্থায় একটি অ্যাকর্ডিয়ন হাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেনআর আমিরের সাথে ট্রানজিস্টর
এ প্রসঙ্গে পিকেটিম কোন মন্তব্য রাখতে রাজি হয়নিতবে, সূত্রের মাধ্যমে জানানো হয়েছে, মিউজিক অ্যালবামটির পোস্টারের অনুপ্রেরণা দেখা গিয়েছে পিকেতে, কিন্তু নকল করা হয়নি
এর আগে আমিরের ধুম থ্রির বিরুদ্ধে ডার্ক নাইটছবির পোস্টার নকলের অভিযোগ উঠেছিলএ কারণে নিন্দুকেরা বলাবলি করছেন, শুধু অভিনয়ই নয়, নিখুঁতভাবে নকলও করতে ওস্তাদ আমিরধুম থ্রিভারত ও বহির্বিশ্ব মিলিয়ে ৪০০ কোটি রুপি আয় করেপিকেও যে বক্স অফিস কাঁপিয়ে দেবে তা একরকম নিশ্চিত


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: