Tuesday, 5 August 2014

সানি লিওনের সঙ্গে আমিরের তুলনা


সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন সবচেয়ে আলোচিত বিষয় পিকের পোস্টারনিজের নতুন ছবিটি প্রথম পোস্টার আমির খান টুইটারে দিতেই সবার চোখ ধাঁধিয়ে যায়এই পোস্টারে বিহ্বল ভঙ্গিতে নগ্ন হয়ে তার দাঁড়িয়ে থাকা চমকে দিয়েছে সাধারণ মানুষকেপোস্টারটি নিয়ে মজার মজার মন্তব্য ও কৌতুকে ভরে গেছে টুইটার বেশিরভাগ মন্তব্যে অভিনেত্রী সানি লিওনর সঙ্গে আমিরের তুলনা করা হয়েছে সেসবের মধ্য থেকে কয়েকটি মন্তব্য তুলে ধরা হলো পাঠকদের জন্য
  • কী অদ্ভূত সময় এলো রে বাবা! নিজের ছবির প্রচারের জন্য কাপড় খুলে ফেললেন আমির খানঅথচ সানি লিওন এখন তার ছবির প্রচারে কাপড় পড়তে শুরু করেছেন
    * বলুন তো, আমির খানের পিকেছবির নতুন পোস্টারের সঙ্গে সানি লিওনের মিল কোথায়? উত্তরটা হলো, তারা দুজনই নগ্ন হওয়ার জন্য পারিশ্রমিক পেয়েছেন
    * আমির খানের জায়গায় সানি লিওন থাকলে পিকেব্লকবাস্টার হয়ে যেতো
    * ওয়াও! সানি লিওন ও পুনম পান্ডের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন আমির খান
    * তাজা খবর! সানি লিওনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আমির খান!
    * এখন দুই ধরনের দর্শক আছেএকশ্রেণীর দর্শকের কাছে সানি লিওনের পুরনো ছবিগুলো ভালো লাগেঅন্য দর্শকদের ভালো লাগছে আমির খানের নতুন ছবি
    * সারা টুইটারে রাত থেকে আমিরকে কটাক্ষ করা হচ্ছেঅন্যদিকে সানি লিওন ঘুমানোর জন্য মরিয়া
    * সানি লিওন অভিনীত রাগিনি এমএমএস থ্রির (যে ছবির কাজই শুরু হয়নি) পোস্টার চুরির দায়ে আমির খানের বিরুদ্ধে মামলা করা উচিত
    * ‘পিকেসানি লিওনের জীবনী নির্ভর জেনে হতবাক হলাম
    * বিয়ে বিচ্ছেদের জন্য সুজানেকে ৪০০ কোটি রুপি দিলে হৃতিক রোশনের কী অবস্থা হতে পারে, আমির খান সম্ভবত সেটাই দেখাতে চেয়েছেন
    * যদি আমির খান অপেক্ষায় থেকে বিরক্ত হয়ে থাকেন , তাহলে বুলেট ট্রেন পাওয়া উচিত তার
    * ভারতের রেলপথে রেডিও ব্যবহারের সেরা ১০টি উপায় দেখিয়েছে পিকের পোস্টার
    * এর আগে কখনও রেডিও যন্ত্রটিকে এত অবমাননা করা হয়নি
    * আমি নিশ্চিত, রেডিও মির্চি পিকেছবির অফিসিয়াল রেডিও পার্টনার হবে
    * এটা সেই মুহর্ত যখন বলার সময় হবে, ‘আমার টেপ রেকর্ডারের ক্যাসেট আমাকে দিয়ে দে ঠাকুর’ (শোলে ছবির গাব্বার সিংয়ের সংলাপের প্যারোডি)
    * এটা তো তেমন কিছুই নয়, অন্য কেউ হলে তো আইপড দিয়েই কাজ সেরে নিতো
আমির খানের নগ্ন পোস্টার নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন শাহরুখ খানও সংবাদমাধ্যমকে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা এখন একটা অশ্লীল জায়গায় চলে গেছেআর নগ্ন হলেই কেউ কারও প্রতিভা প্রকাশ করতে পারে না

গত বছর আমিরের ধুম থ্রিভারত ও বহির্বিশ্ব মিলিয়ে ৪০০ কোটি রুপি আয় করে পিকেও যে বক্স অফিস কাঁপিয়ে দেবে তা একরকম নিশ্চিতরাজকুমার হিরানি পরিচালিত পিকেমুক্তি পাবে এ বছরের ২৫ ডিসেম্বরএতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা ও সুশান্ত সিং রাজপুত

এদিকে পিকে পোস্টার দেখে ক্ষেপেও গেছেন অনেকেভারতের একজন আইনজীবী আমিরের এমন অশ্লীল কার্যকলাপের নিন্দা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেনআইনজীবির অভিযোগ, ধরনের পোস্টার সাধারণ মানুষকে যৌন সহিংসতা ও অশ্লীল কাজে উদ্বুদ্ধ করতে পারেএসিএমএম জি কে ভারতী আগামী ৭ আগস্ট মামলার শুনানির দিন ধার্য করেছেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: