Tuesday, 5 August 2014

বদলে যাওয়া মেহজাবিন, এখন আর তখন- কেবলই কি মেকআপের জাদু?


চট্টগ্রামের মেয়ে মেহজাবিন চৌধুরীআজকাল যে কোন পর্যায়ের দর্শকের মাঝে, এমনকি ফেসবুকেও ছড়িয়ে আছে তার সৌন্দর্যের প্রশংসা অনেকটা শখের বসেই ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান তিনিসেখানে সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার পর বদলে যেতে শুরু করে এই সুন্দরীর চারপাশএকের পর এক বিজ্ঞাপন আর নাটকে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করেসর্বপ্রথম জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির তুমি থাকো সিন্ধুপারেনাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে
কয়েকটা নাটকের কিছুদিন পর হালে আর পানি পাচ্ছিলেন নাক্যারিয়ার ঝিমিয়ে গিয়েছিলআর তারপরেই মেহজাবিন ফিরে আসেন নতুন রূপেআগের চাইতে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়েএবং তারপর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি
নিজের সৌন্দর্য দিয়ে সবাইকে মোহিত করে ইতিমধ্যেই তিনি তৈরি করে ফেলেছেন অসংখ্য ভক্তবিশেষ করে ফেসবুকে তার রেকর্ড সংখ্যক ফলোয়ার ও বিশাল ফ্রেন্ডলিস্ট তো রীতিমত সাড়া ফেলার মতকিন্তু এই মেহেজাবিন কি সেই আগের মেহজাবিনই আছেন? নাকি তার মাঝে এসেছে কোনো পরিবর্তন? তার এই সৌন্দর্য, গায়ের রং, টানা চোখ, মুক্তার মত দাঁত কি আগেও ছিলো? নাকি এসবই বদলে গিয়েছে? আর যদি বদলেই গিয়ে থাকে, তাহলেও কীভাবে সম্ভব সেটা? তবে কি মেহেজাবিনও বলিউডের নায়িকাদের পথেই পা বাড়িয়ে প্লাস্টিক সার্জারির সাহায্যে বাড়িয়েছেন নিজের সৌন্দর্য? নাকি কেবলই মেকআপের জাদু? ... গত কিছু সময় ধরেই এমন প্রশ্ন কিংবা সন্দেহ দেখে গেছে অনেকের মনেইতবে কোন তথ্য প্রমাণ মেলেনি কখনো
যারা ২০০৯ সালের লাক্স ফটো সুন্দরী প্রতিযোগীতার মেহজাবিনকে যারা দেখেছেন, তাঁরা অনেকেই হয়তো আগের চেহারার সাথে বর্তমানের চেহারা মেলাতে একটু হিমশিমই খানআগের মেহজাবিনের সাথে বর্তমানের মেহজাবিনের চেহারার যেন আকাশ পাতাল পার্থক্যচেহারার গড়ন, চোখ, হাসি, গায়ের রং সব কিছুই কিছুটা আলাদাবিশ্বাস না হলে নিজেই মিলিয়ে দেখুন ছবি ও ভিডিওতে!






মেহজাবিনের চেহারার পরিবর্তনটা আরো ভালো ভাবে লক্ষ্য করতে চাইলে দেখুন লাক্স ২০০৯ সালের প্রতিযোগীতায় মেহজাবিনের অংশগ্রহনের এই ভিডিওটিএখন প্রশ্ন হচ্ছে, কেবল মেকআপের মাধ্যমে কি চেহারার এতটা পরিবর্তন সম্ভব? সাদামাটা মেহজাবিন কীভাবে বদলে গেলেন এতটা?






SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: