Saturday, 9 August 2014

বিয়ের আগে কুনাল-সোহার হানিমুন!


দিন আগেই বলিউড অভিনেত্রী সোহা আলী খানের সঙ্গে আংটি বদল হয়েছে অভিনেতা কুনাল খেমুরএর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পায়তাদের সম্পর্কের ঘোর বিরোধিতা করেছিলেন সোহার মা অভিনেত্রী শর্মিলী ঠাকুর ও ভাই অভিনেতা সাইফ আলী খানসোহাকে কয়েক দফা বুঝিয়েও এই সম্পর্ক থেকে পিছু হটানো যায়নি
শর্মিলী ও সাইফ সব সময়ই বলে এসেছেন, নবাব পরিবারের জামাই হওয়ার কোন ধরনের যোগ্যতাই নেই কুনালেরঅবশেষে সোহার ভালবাসারই জয় হয়েছেএই আংটি বদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা শর্মিলী ঠাকুরতবে সাইফ সেখানে উপস্থিত ছিলেন নাসেই অনুষ্ঠান থেকেই ঘোষণা আসে খুব শিগগিরই বিবাহবন্ধনেও আবদ্ধ হবেন তারকা জুটি সোহা ও কুনাল
তবে নতুন খবর হচ্ছে, বিয়ের আগেই গায়েব হয়ে গেছেন তারাবেশ কয়েকদিন ধরেই মিডিয়া এমনকি বন্ধুবান্ধব থেকে পর্যন্ত আড়াল রয়েছেন সোহা ও কুনালজানা গেছে, আংটি বদলের পর পরই তারা উড়াল দিয়েছেন ব্যাংককেসেখানে ছুটি কাটাতে গিয়েছেন তারাঅনেকেই বলছেন, বিয়ের আগেই যেন এই সফরের মাধ্যমে হানিমুন পালন করছেন তারা সোহার পরিবারের প থেকেও এই সফরটি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছেতবে সেখান থেকে কারও সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখছেন না সোহা ও কুনালমিডিয়া থেকে দূরে থেকে খানিক ঘনিষ্ঠ সময় কাটানোর জন্যই তাদের এমন গোপন সফর ও অভিসার
কুনালের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ব্যাংককে একটা সুন্দর ও একান্ত সময় কাটাতেই সোহা ও কুনাল এমনটি করেছেনসেখানে তারা সপ্তাহখানেক থাকবেনএরপর তারা দেশে ফিরলেই বিয়ের ঘোষণা আসতে পারে দুই পরিবারের পক্ষ থেকে



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: