গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে পোস্টার প্রকাশ হতেই বলিউডে উঠেছিল সমালোচনার ঝড়। মিস্টার পারফেকশনিস্টের আগামী ছবি ‘পিকে’র পোস্টারের কথাই বলছি। এই পোস্টারে একটি রেললাইনের ওপর নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আমির খানকে। নিজের যৌনাঙ্গ ঢাকতে কেবল একটি পুরোনো টেপ রেকর্ডার
ব্যবহার করেছেন তিনি।
পোস্টার
প্রকাশ হতেই গোটা বলিউড ফেটে পড়েছিল নিন্দায়। এই সুযোগে আমিরকে সানি লিওনের সঙ্গেও তুলনা করেন সমালোচকরা। বলিউড বাদশাও
এই সুযোগে পুরোনো শত্রুতা আরও খানিকটা উসকে দিয়েছিলেন। তবে কাহিনী এখানে শেষ নয়, এটাও
প্রমাণিত হয়ে গেছে যে পোস্টারটি নকল! একটু পুরনো গানের অ্যালবামের সাথে হুবহু মিলে যায় আমিরের নগ্ন পোস্টারটি।
তবে এক
সপ্তাহ অপেক্ষা করার পর এবার মুখ খুললেন আমির খান। আমির জানিয়েছেন, এই ছবির
পোস্টারের মাধ্যমে শিল্পকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমির জানান এই ছবির পোস্টারের মধ্যে দিয়েই নাকি ছবির
গোটা গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে।
আমির
জানিয়েছেন 'পিকে' ছবিটি মুক্তি
পেলেই দর্শক পোস্টার সম্পর্কে সবটা বুঝতে পারবেন। তিনি জানান, রাজকুমার
হিরানি একজন দক্ষ পরিচালক। তিনি যেভাবে ছবি উপস্থাপন করেন তা সত্যিই অনবদ্য। এই কারণেই
নাকি হিরানির ভক্ত আমির। পোস্টার বিতর্ক থামাতে আমির টেনে আনেন ‘তারে জমিন পর’ ছবির কথা।
তিনি জানান
এই ছবির পোস্টারে দেখা গিয়েছিল দার্শিল একটি ক্লাসরুমে একা বসে রয়েছে ও তার পিছনে বসে রয়েছেন আমির। এই ছবির
পোস্টার নিয়েও অনেকে অনেক কথা
বলেছিলেন। আমির মনে করেন ‘পিকে’ ছবি মুক্তি পেলেই পোস্টার বিতর্ক শেষ হয়ে
যাবে। তাই আপাতত ডিসেম্বর মাসের অপেক্ষা করছেন তিনি। ‘পিকে’ ছবিটি প্রযোজনা করছেন বিধু বিনোদ চোপড়া। ছবিতে আমির ছাড়াও রয়েছেন
আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, শুশান্ত সিং রাজপুত।

0 comments: