শুধু শ্লীলতাহানি ও নিগ্রহই নয়, প্রীতি
জিনতার মুখে জ্বলন্ত সিগারেটও ছুঁড়ে মেরেছিলেন
নেস ওয়াদিয়া৷ এমনকি মাঝে মধ্যে বলিউডের এই অভিনেত্রীকে ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে দিতেন তিনি৷ মুম্বাই পুলিশকে লেখা এক
চিঠিতে এ অভিযোগ এনেছেন
প্রীতি৷
বিদেশে যাওয়ার জন্য অনুমতি নিতে গত ৩০ জুন মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার সঙ্গে দেখা করেন প্রীতি৷ তখনই তার হাতে তুলে দেন চিঠিটি৷ ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ চলাকালে প্রাক্তন প্রেমিক নেসের বিরুদ্ধে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা৷ ১২ জুন অভিযোগ দায়ের করার পরেই আমেরিকা চলে যান প্রীতি। ফেরেন দিন দশেক পর। শুরু হয় তদন্ত।
মারিয়াকে লেখা চিঠিতে প্রীতি জানান, ওই ঘটনার অনেক আগে থেকেই নেস ওয়াদিয়ার হিংস্র আচরণের শিকার হয়ে আসছেন তিনি। নেস কখনও তাকে হেনস্থা করেছেন, কখনও মুখের ওপর জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মেরেছেন, কখনও ঘরে আটকে রেখেছেন। প্রেম ভেঙে যাওয়ার পর দু’জনের মাঝখানে ছিল শুধু কিংস ইলেভেন পাঞ্জাব। তবে দিন যত গড়িয়েছে, সম্পর্কের ততই অবনতি হয়েছে।
বিদেশে যাওয়ার জন্য অনুমতি নিতে গত ৩০ জুন মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার সঙ্গে দেখা করেন প্রীতি৷ তখনই তার হাতে তুলে দেন চিঠিটি৷ ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ চলাকালে প্রাক্তন প্রেমিক নেসের বিরুদ্ধে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা৷ ১২ জুন অভিযোগ দায়ের করার পরেই আমেরিকা চলে যান প্রীতি। ফেরেন দিন দশেক পর। শুরু হয় তদন্ত।
মারিয়াকে লেখা চিঠিতে প্রীতি জানান, ওই ঘটনার অনেক আগে থেকেই নেস ওয়াদিয়ার হিংস্র আচরণের শিকার হয়ে আসছেন তিনি। নেস কখনও তাকে হেনস্থা করেছেন, কখনও মুখের ওপর জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মেরেছেন, কখনও ঘরে আটকে রেখেছেন। প্রেম ভেঙে যাওয়ার পর দু’জনের মাঝখানে ছিল শুধু কিংস ইলেভেন পাঞ্জাব। তবে দিন যত গড়িয়েছে, সম্পর্কের ততই অবনতি হয়েছে।
তিনি লিখেছেন,
'অনেকদিন
ধরেই আমার প্রতি নেসের আচরণ আক্রমণাত্মক ও হিংস্র হয়ে গিয়েছিল৷
মুখে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারা থেকে ঘরে আটকে রাখা, নিগ্রহ করা– সবই সইতে হয়েছে আমাকে৷ আমি চাই ও (নেস)
আমার কাছ থেকে দূরে থাক। তাতে আমি শান্তিতে থাকতে পারব। না হলে কোনওদিন রাগের মাথায় হয়তো আমাকে খুন করে বসবে ও। এটা
ভেবে রীতিমতো ভয় পাচ্ছি। পুলিশকে
নালিশ জানিয়ে ওর ক্ষতি করার কোনও মতলব
আমার ছিল না৷ কিন্তু নিজেকে বাঁচাতে এ ছাড়া উপায় ছিল না আমার। আমি শঙ্কিত,
কোনও
না কোনওভাবে ভবিষ্যতে সে আমার ক্ষতি করার চেষ্টা করবে৷'
শ্লীলতাহানির অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন নেস। প্রীতির নতুন অভিযোগ নিয়ে ওয়াদিয়া গোষ্ঠীর দিক থেকে এখনও প্রতিক্রিয়া জানা যায়নি৷ ওদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ঘটনা নিয়ে নেস মুম্বাই পুলিশকে আরও ৯ জন সাক্ষীর তালিকা জমা দিয়েছেন৷
প্রীতি-নেসের প্রণয় সম্পর্ক ছিন্ন হয়ে যায় ২০০৯ সালে৷ তারপরও অবশ্য ব্যবসায়িক সম্পর্ক থেকে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানার সূত্রে৷
শ্লীলতাহানির অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন নেস। প্রীতির নতুন অভিযোগ নিয়ে ওয়াদিয়া গোষ্ঠীর দিক থেকে এখনও প্রতিক্রিয়া জানা যায়নি৷ ওদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ঘটনা নিয়ে নেস মুম্বাই পুলিশকে আরও ৯ জন সাক্ষীর তালিকা জমা দিয়েছেন৷
প্রীতি-নেসের প্রণয় সম্পর্ক ছিন্ন হয়ে যায় ২০০৯ সালে৷ তারপরও অবশ্য ব্যবসায়িক সম্পর্ক থেকে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানার সূত্রে৷

0 comments: