Wednesday, 23 July 2014

নতুন ফোটোশুটে দারুণ আকর্ষণীয় জ্যাকুলিন (দেখুন ছবিতে)


তার রূপের জালে বাঁধা পড়েছে হাজারো পুরুষের হৃদয়আকর্ষণীয় ফিগার আর রূপের মোহনীয়তায় শ্রীলঙ্কান এই সুন্দরী এখন পুরোপুরি বলিউডের রাজকুমারিতে পরিণত হয়েছেনকেননা এই রূপসী নায়িকার রূপের জালে হাজারো সাধারণ পুরুষের মতোই আটকে গেছেন সালমানসম্প্রতি একটি সিনেমায় একসাথে কাজ করার সুবাদে বেশ ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে তাদেরতবে আজ এই অভিনেত্রীর প্রেমের কাহিনী নিয়ে নয় বরং ক্যামেরার সামনে তার মোহনীয় উপস্থাপন নিয়ে হাজির হয়েছি
এই তারকা বলিউডে তিনি পা রাখেন আলাদিন সিনেমাটির মধ্য দিয়েআর প্রথম সিনেমাটি তেমন ব্যবসফল না হলেও শ্রীলঙ্কান এই সুন্দরী নজর কাড়তে পেরেছিলেন দর্শকেরআর সেই সুবাদে ফিল্মফেয়ার ম্যাগাজিনের এবছরের মে মাসের সংখ্যাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছেন রূপের মহিমা ছড়িয়েচলুন তবে দেখে নেয়া যাক ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে আকর্ষণীয় জ্যাকুলিন ফার্নান্দেজকে







SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: