Thursday, 24 July 2014

গাজার জন্য সেলেনার প্রার্থনাটি ইসরাইলী ভক্তদের ক্ষেপিয়ে তুলেছে


গাজার মানুষের শান্তির জন্য প্রার্থনা করলেন মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজইসরাইলি আগ্রাসন নিয়ে ইন্সটাগ্রামে 'প্রে ফর গাজা' লেখা একটি ছবি পোস্ট করেছেন তিনি
শুক্রবার রাতে 'ইটস অল অ্যাবাউট হিউম্যানিটি : প্রে ফর গাজা' লেখা ছবিটি পোস্ট করেন ২১ বছর বয়সী এ তারকাআর এর ক্যাপশনে লেখেন, "দয়া করে ওইসব পরিবার এবং তাদের শিশুদের জন্য প্রার্থনা করুন।" পোস্ট করার সঙ্গে সঙ্গেই এতে ৫ লাখেরও বেশি লাইক পড়েঅনেকেই তার 'সাহসী' মন্তব্যের জন্য সেলেনাকে সাধুবাদ জানান
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মন্তব্য করায় ভীষণ ক্ষেপেছেন তার ইসরাইলি ভক্তরাতারা বলছেন, এ মন্তব্যের মধ্যে দিয়ে সেলেনা সন্ত্রাসবাদের পক্ষে সাফাই গাইলেনএর ফলে শনিবার আরেকটি ছবি পোস্ট করেন সেলেনা
ওই ছবির ক্যাপশনে লেখেন, "সবাইকে পরিষ্কার করে বলছি, আমি কোনো পক্ষ নেইনিআমি কেবল শান্তি আর মানবতার জন্য প্রার্থনা করছি।" সূত্রটি আরো জানিয়েছে, সেলেনা ছাড়াও এর আগে ফিলিস্তিনির পক্ষে কথা বলে পশ্চিমা গোষ্ঠীর রোষানলে পড়েন পপ তারকা রিহানাতিনি টুইটারে 'ফ্রি প্যালেস্টাইন' বাক্যটি লিখেছিলেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: